বর্ধমান, 19 সেপ্টেম্বর: জেলার বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠক করার সময় প্রকাশ্যে সেচ দফতরের ইঞ্জিনিয়ারকে ধমক দিলেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া । মন্ত্রী ওই সেচ ইঞ্জিনিয়ারকে একটা বাঁধের দেখভাল নিয়ে প্রশ্ন করেন । কিন্তু, ইঞ্জিনিয়ার তাঁকে জানান, ওই বাঁধ তাদের অধীনে নয় ৷ সেটা পঞ্চায়েত দফতরের অধীনে আছে । এরপরেই ওই ইঞ্জিনিয়ারকে কড়া ধমক দেন মন্ত্রী ৷
এদিন জেলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্রের ভূমিকা নিয়ে সরব হন মন্ত্রী । তিনি বলেন, ‘‘যেভাবে ডিভিসি রাজ্যের সঙ্গে আলোচনা না-করেই জল ছাড়ছে, মানুষের দুর্ভোগ বেড়েছে । জলের উচ্চতা বাড়লে একটা নির্দিষ্ট পরিমাণ জল ছাড়া উচিত । আসলে বাংলার অর্থনীতি ব্যবসা কাঠামোকে ধ্বংস করার একটা চেষ্টা হচ্ছে । আমাদের একটা কথাও ডিভিসি শোনেনি ।’’
রায়না ব্লকের দেখভাল সংলগ্ন বাঁধের সমস্যা নিয়ে দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করেন সেচমন্ত্রী । তাঁকে জিজ্ঞাসা করেন, ওই বাঁধ কি তিনি দেখেছেন ? কতবার ওই বাঁধ বরাবর হেঁটেছেন, সেই প্রশ্নও করেন মন্ত্রী ৷ ওই ইঞ্জিনিয়ার মন্ত্রীকে জানান, ওই বাঁধ তাদের নয় । এটা পঞ্চায়েতের তৈরি । মন্ত্রী তাঁকে ধমক দিয়ে বলেন, ‘‘আপনার বাঁধ নয় বলে কি চোখ বন্ধ করে বসে থাকবেন ? ইমারজেন্সির সময় এটা আমার বাঁধ নয়, ওটা আমার বাঁধ নয় এইসব কথা বলা যায় নাকি ? আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি, মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গি আপনি জানেন না । অনেকদিন ট্রান্সফার নেননি আর কি ৷ কোথা থেকে পাশ করেছেন ?’’