জলপাইগুড়ি, 9 ফেব্রুয়ারি: রেল রোকোর ফলে হলদিবাড়ি স্টেশনে আটকে আন্তর্জাতিক ট্রেন । মিতালি এক্সপ্রেসে আটকে থাকা ভারত, নেপাল, বাংলাদেশ ও আমেরিকার যাত্রীদের জন্য করা হল বিশেষ ব্যবস্থা ।
নন্দনপুর কেরারপাড়ায় লোকাল ট্রেনের স্টপেজের দাবিতে ট্রেন অবরোধে নাকাল হন যাত্রীরা । অবরোধের ফলে বাংলাদেশের ঢাকা থেকে ভারতে আসা মিতালি এক্সপ্রেস ট্রেনটি হলদিবাড়ি রেলস্টেশনে আটকে পড়ে । মিতালি এক্সপ্রেসের মধ্যে কয়েক ঘণ্টা ধরে আটকে পড়েন যাত্রীরা । এরপর মিতালি এক্সপ্রেসের যাত্রীদের রেলের পক্ষ থেকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বাসে করে এনজেপিতে পৌঁছে দেওয়া হয় ।
রেল অবরোধের ফলে আন্তর্জাতিক ট্রেনে থাকা আমেরিকা, নেপাল, ভারত ও বাংলাদেশের নাগরিকদের উদ্ধার করে গন্তব্যস্থলে পৌঁছে দেয় রেল ৷ এ দিন নন্দনপুর কেরারপাড়া এলাকায় স্টপেজের দাবিতে রেল অবরোধ করেন এলাকার বাসিন্দারা । রেল অবরোধের ফলে হলদিবাড়ি থেকে এনজেপিগামী প্যাসেঞ্জার ট্রেনের যাত্রীরা হলদিবাড়ি স্টেশনে এসে আটকে পড়েন ।
অন্যদিকে, কলকাতাগামী সুপারফাস্ট এক্সপ্রেস, শিয়ালদা থেকে হলদিবাড়িগামী দার্জিলিং মেইল সমস্যায় পড়ে । সকালে প্রায় তিন ঘণ্টা অবরোধের ফলে আরপিএফ ও রেলের আধিকারিকদের অনুরোধে অবরোধ তুলে নেন অবরোধকারীরা । এই অবরোধের ফলে বিপাকে পরে বাংলাদেশ, হলদিবাড়ি-সহ কলকাতার যাত্রীরা।