কলকাতা, 25 জুন: শুরু হতে চলেছে শিয়ালদার বিদ্যাপতি সেতু সংস্কারের কাজ ৷ তার জন্য মঙ্গলবার প্রাথমিকভাবে যৌথ পরিদর্শন করল কলকাতা কর্পোরেশন ও কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি আর শিশির মার্কেট ব্যবসায়ী সমিতি ৷ উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় ।
এদিন কেএমডিএ কর্তারা কলকাতা কর্পোরেশনের বাজার বিভাগ, সার্ভে বিভাগের কর্তা ও দোকানদারদের নিয়ে বেশ কিছু পিলার ঘুরে দেখে মাপামাপির কাজ করেন । এরপর সব পক্ষ আলোচনায় বসেন । দীর্ঘক্ষণ আলোচনা চলে । সূত্রে খবর, ব্রিজের তলার শিশির মার্কেট কলকাতা কর্পোরেশনের বাজার । সেখানে 5টি ব্লকে 900টি দোকান আছে । 72টি মোট পিলারের উপর দাঁড়িয়ে সুবিশাল বিদ্যাপতি সেতু যা শিয়ালদা সেতু নামেও পরিচিত । এর মধ্যে 40টি পিলার মার্কেটের ভিতর । তাই এক একটি পিলার ঘিরে কোথাও তিনটে কোথাও চারটে দোকান । সেই দোকানগুলিকে সরিয়ে অন্যত্র বসানোর বিষয়টি দেখবে কর্পোরেশন ।