পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হৃদযন্ত্রের জটিল রোগে সারা শরীর নীল, 13 দিনের শিশুর সফল অস্ত্রোপচার শহরের হাসপাতালে - SUCCESSFUL HEART SURGERY

হৃদযন্ত্রের জটিল রোগে নীলাভ হয়ে যাচ্ছিল সারা শরীর ৷ ছিল শ্বাসকষ্ট ৷ 13 দিনের শিশুর সফল অস্ত্রোপচার করা হল শহরের বেসরকারি হাসপাতালে ৷

ETV BHARAT
13 দিনের শিশুর সফল অস্ত্রোপচার শহরের হাসপাতালে (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Feb 26, 2025, 1:50 PM IST

কলকাতা, 26 ফেব্রুয়ারি: আচমকাই নীলাভ হয়ে যাচ্ছে সদ্যোজাত পুত্রসন্তান । দেখা দিচ্ছে শ্বাসকষ্ট । দেরি না-করে উত্তরবঙ্গ থেকে সোজা কলকাতায় নিয়ে এল পরিবার । আলিপুরের বেসরকারি হাসপাতালে হল জটিল অস্ত্রোপচার । 7 ঘণ্টার সফল অস্ত্রোপচারের পর জন্মের 13 দিনের মাথায় নতুন জীবন পেল শিশুটি । বর্তমানে সে একেবারে সুস্থ । বাড়ি ফিরে দিব্যি খেলায় মেতেছে পরিবারের সঙ্গে । ঠিক কী হয়েছিল সেই সদ্যোজাতের ? তারই তত্ত্বতালাশ করতে ওই বেসরকারি হাসপাতালের হৃদরোগের চিকিৎসক কুন্তল রায় চৌধুরীর সঙ্গে কথা বলল ইটিভি ভারত ।

কী হয়েছিল শিশুটির ?

চিকিৎসক জানান, শিশুটি ক্রমশ নীল হয়ে যাচ্ছিল । এই বয়সে যতটা চনমনে থাকা উচিত অতটা ছিল না । অক্সিজেন স্যাচুরেশন মাপার সময় দেখা যায় সেটা 60-65 । শিশুটিকে সেই সময় নিয়ে আসা হয় হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগে । সেখানে শিশুটির ইকো করে দেখা যায়, এক জটিল রোগে সে আক্রান্ত । এই রোগের নাম ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারি । এই লক্ষণগুলোর পাশাপশি অনেক শিশুর ক্ষেত্রে দেখা যায়, তারা মাতৃস্তন্য টানতে পারে না । তখনও হৃদযন্ত্রের সমস্যা তৈরি হয় ।

13 দিনের শিশুর সফল অস্ত্রোপচার শহরের হাসপাতালে (নিজস্ব ভিডিয়ো)

সমস্যাটা ঠিক কী ?

সাধারণত হৃদযন্ত্রে, অক্সিজেনযুক্ত রক্ত ফুসফুস থেকে হৃদযন্ত্রের বাম দিকে প্রবেশ করে এবং সেখান থেকে মহাধমনী দিয়ে শরীরের অন্যান্য অংশে যায় । অন্যদিকে, অক্সিজেনবিহীন রক্ত হৃদযন্ত্রের ডানদিক থেকে পালমোনারি ধমনী দিয়ে ফুসফুসে যায় । কিন্তু এক্ষেত্রে এই দুটি ধমনীর সংযোগ স্থান পালটে যায়, ফলে অক্সিজেনযুক্ত ও অক্সিজেনবিহীন রক্ত সঠিকভাবে মিশ্রিত হয় না ।

কেন হয় এই রোগ ?

চিকিৎসক জানান, এই রোগ হল জন্মগত । কোনও জন্মগত রোগ ঠিক কেন হয়, তার কোনও সুস্পষ্ট ধারণা থাকে না । তবে অনেক সময় দেখা যায় গর্ভাবস্থায় মা যদি কোনও নেশা করে থাকেন তখন এটা হতে পারে ৷ আবার অনেক সময় বেশকিছু ওষুধ যেমন লিথিয়াম জাতীয় কোনও ওষুধ গর্ভাবস্থায় মা গ্রহণ করলে, সে ক্ষেত্রেও সন্তানের মধ্যে জন্মগত সমস্যা দেখা দিতে পারে । সাধারণত বিদেশে ফিটাল ইকোকার্ডিয়োগ্রাফি করা হয় গর্ভাবস্থায় । তাহলে মায়ের গর্ভাবস্থাতেই শিশুর হৃদযন্ত্রে কোনও সমস্যা আছে কি না তা জানা যায় ৷

এই শিশুটির ক্ষেত্রে কী চিকিৎসা হয়েছে ?

পেডিয়াট্রিক কার্ডিয়োলজিস্ট শ্যামাজিৎ সমাদ্দার, কার্ডিয়োলজিস্ট কুন্তল রায় চৌধুরী, চিকিৎসক প্রবীর কুমার দাস, পেডিয়াট্রিক ইনসেনটিভ চিকিৎসক শতরূপা মুখোপাধ্যায় ও সুদক্ষ নার্সদের তত্ত্বাবধানে শিশুটির অস্ত্রোপচার হয়েছে । চিকিৎসক জানান, "সাত ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয় শিশুটির । তারপর এইক্ষেত্রে আমরা সেলাই না করেই রেখে দিই 48 ঘণ্টা । সেখানে বোঝা যায় অস্ত্রোপচার সফল হয়েছে । এরপর সেলাই করে আমরা প্রথম চারদিন ভেন্টিলেশনে রাখি শিশুটিকে । 10 দিন পর্যবেক্ষণে রাখার পর তাকে ছুটি দিয়েছি । বর্তমানে ওই শিশুটি উত্তরবঙ্গে ফিরে গিয়েছে ।"

হৃদযন্ত্রে জন্মগত সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ

এই রোগের জন্য যে অস্ত্রোপচার করা হয়, সেটা মূলত শিশুর জন্মের 3-4 সপ্তাহের মধ্যে করা হয় । কারণ বেশি দেরি করলে নিলয় (ভেন্ট্রিকেল) এই অস্ত্রোপচারটি নিতে পারে না । জন্মগত হৃদরোগ সমস্যার ক্ষেত্রে শিশুদের এক বছরের মধ্যে অস্ত্রোপচার করানো গেলে সব থেকে ভালো হয় । অনেক সময় দেরি করে অস্ত্রোপচার করা হলে শিশুটি ঠিক মতো সুস্থ হয় না । অনেক সময় প্রাণহানির ঘটনাও ঘটে । তাই এখানে সময়টা খুব গুরুত্বপূর্ণ । তবে এর জন্য সচেতনতার উপর জোর দিচ্ছেন চিকিৎসক ।

ABOUT THE AUTHOR

...view details