জলপাইগুড়ি, 29 মে: বজ্র কহে, দূরে আমি থাকি যতক্ষণ/আমার গর্জনে বলে মেঘের গর্জন/বিদ্যুতের জ্যোতি বলি মোর জ্যোতি রটে/মাথায় পড়িলে তবে বলে-'বজ্র বটে!'- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 'প্রত্যক্ষ প্রমাণ' কবিতার এই পংক্তি বাস্তব জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ৷ গরমের তীব্র জ্বালা থেকে বাঁচতে বৃষ্টির অপেক্ষা করেন সকলে ৷ বৃষ্টি যেখানে, বজ্রপাতের আশঙ্কাও সেখানে থাকবেই ! আর তাতেই ঘটে যত বিপত্তি ৷ বজ্রপাতে প্রতি বছর প্রচুর মানুষ প্রাণ হারান । রিপোর্ট বলছে, মে মাসে মালদা ও পুরুলিয়ায় বজ্রপাতে 14 জনের মৃত্যু হয়েছে । সেইসঙ্গে আলিপুরদুয়ারেও কালচিনি ব্লকে চা বাগানে কাজ করার সময় বজ্রপাতে আহত হয়েছেন বেশ কয়েকজন চা শ্রমিক ৷ শুধু এই বছর নয়, প্রতিবছরই বজ্রপাতের কারণে আহত কিংবা নিহতের খবর পাওয়া যায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে ৷
তবে এই সমস্যার সমাধানের জন্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে আগেই ব্যবস্থা নিয়েছে আবহাওয়া দফতর ৷ বজ্রপাতে নিজেকে কীভাবে নিরাপদে রাখবেন, এবার তা বাতলে দেবে 'দামিনী' ৷ ইনি কোনও মহিলা নন, ইনি আবহাওয়া দফতরের একটি স্মার্ট অ্যাপ ৷ মোবাইলে এই অ্যাপ ইনস্টলড থাকলেই আগাম জানতে পারবেন আপনার আশে পাশে কোথায় বজ্রপাত হতে পারে ৷ শুধু তাই নয়, আপনাকে নিরাপদ স্থানে চলে যাওয়ারও পরামর্শ দেবে এই 'দামিনী অ্যাপ' ৷