পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Bangla Team

Published : May 29, 2024, 5:07 PM IST

Updated : May 29, 2024, 7:00 PM IST

ETV Bharat / state

বজ্রপাতে আর মৃত্যু নয়, মোবাইল ফোনে আগাম সংকেত দিয়ে রক্ষা করবে 'দামিনী' - Alipore Weather Office

Lightning Strike Alert App: আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, মে মাসে মালদা ও পুরুলিয়ায় বজ্রপাতে মোট 14 জনের মৃত্যু হয়েছে । তবে বজ্রপাতে এবার প্রাণহানী থেকে বাঁচাবে আইএমডি-র দামিনী অ্যাপ ৷

Lightning Alert app
বজ্রপাতের আগে জানান দেবে দামিনী (ইটিভি ভারত)

জলপাইগুড়ি, 29 মে: বজ্র কহে, দূরে আমি থাকি যতক্ষণ/আমার গর্জনে বলে মেঘের গর্জন/বিদ্যুতের জ্যোতি বলি মোর জ্যোতি রটে/মাথায় পড়িলে তবে বলে-'বজ্র বটে!'- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 'প্রত্যক্ষ প্রমাণ' কবিতার এই পংক্তি বাস্তব জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ৷ গরমের তীব্র জ্বালা থেকে বাঁচতে বৃষ্টির অপেক্ষা করেন সকলে ৷ বৃষ্টি যেখানে, বজ্রপাতের আশঙ্কাও সেখানে থাকবেই ! আর তাতেই ঘটে যত বিপত্তি ৷ বজ্রপাতে প্রতি বছর প্রচুর মানুষ প্রাণ হারান । রিপোর্ট বলছে, মে মাসে মালদা ও পুরুলিয়ায় বজ্রপাতে 14 জনের মৃত্যু হয়েছে । সেইসঙ্গে আলিপুরদুয়ারেও কালচিনি ব্লকে চা বাগানে কাজ করার সময় বজ্রপাতে আহত হয়েছেন বেশ কয়েকজন চা শ্রমিক ৷ শুধু এই বছর নয়, প্রতিবছরই বজ্রপাতের কারণে আহত কিংবা নিহতের খবর পাওয়া যায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে ৷

বজ্রপাতের সংকেত মিলবে দামিনী-তে (ইটিভি ভারত)

তবে এই সমস্যার সমাধানের জন্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে আগেই ব্যবস্থা নিয়েছে আবহাওয়া দফতর ৷ বজ্রপাতে নিজেকে কীভাবে নিরাপদে রাখবেন, এবার তা বাতলে দেবে 'দামিনী' ৷ ইনি কোনও মহিলা নন, ইনি আবহাওয়া দফতরের একটি স্মার্ট অ্যাপ ৷ মোবাইলে এই অ্যাপ ইনস্টলড থাকলেই আগাম জানতে পারবেন আপনার আশে পাশে কোথায় বজ্রপাত হতে পারে ৷ শুধু তাই নয়, আপনাকে নিরাপদ স্থানে চলে যাওয়ারও পরামর্শ দেবে এই 'দামিনী অ্যাপ' ৷

কীভাবে ব্যবহার করবেন এই অ্যাপ ?

প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে 'damini lightning alert' লিখে সার্চ করলেই চলে আসবে অ্যাপটি ৷ এটি নিজের স্মার্টফোনে ইনস্টল করার পর সেখানে দিতে হবে, আপনি কোথায় রয়েছেন অর্থাৎ আপনার লোকেশন ডিটেলস ৷ এরপরই খুলে যাবে বজ্রপাত সতর্কীকরণ অ্যাপ 'দামিনী' ৷ আপনার 20 কিলোমিটার থেকে 40 কিলোমিটারের মধ্যে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কি না, তা জানিয়ে দেবে এই অ্যাপ ৷ অ্যাপে আপনার নাম, ঠিকানা, পিনকোড, মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করা থাকলে আপনাকে বজ্রপাতের আগাম নোটিফিকেশনও দেবে 'দামিনী'। ফলে খুব সহজেই বজ্রপাতের হাত থেকে বাঁচতে পারবেন যে কোনও ব্যক্তি ।

'দামিনী' অ্যাপ প্রসঙ্গে সিকিম ও উত্তরবঙ্গের আবহাওয়া দফতরের আধিকারিক গোপীনাথ রাহা বলেন, "মার্চ, এপ্রিল, মে-এই তিন মাসে বজ্রপাতের আশঙ্কা অনেক বেশি থাকে ৷ ঝোড়ো হাওয়া থাকে ৷ বজ্রপাতে প্রাণহানীর ঘটনাও ঘটে ৷ আমাদের প্রয়োজন এই বিষয়ে খানিক সজাগ থাকা ৷ তাই সাধারণ মানুষকে সতর্ক রাখতে তৈরি করা হয়েছে এই দামিনী অ্যাপ ৷ এই অ্যাপ মোবাইলে ইনস্টল করা থাকলে বজ্রপাতের বিষয়ে আগে থেকেই সতর্ক হয়ে যাবেন আপনি ৷ জানতে পারবেন কত কিলোমিটারের মধ্যে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে ৷ ফলে অনেকটাই বিপদমুক্ত থাকা যাবে ৷"

Last Updated : May 29, 2024, 7:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details