কলকাতা, 3 অগস্ট: লাগাতার বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। এমনিতেই এই লাগাতার বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গে নদীগুলির জলস্তর অনেকটাই বেশি। এই অবস্থায় মরার উপর খাঁড়ার ঘায়ের মত এসে জুড়েছে ডিবিসি'র ছাড়া অতিরিক্ত জল। যার জেরে বহু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ৷ তবে এই অবস্থায় আতঙ্কিত না হওয়ারই পরামর্শ দিচ্ছে নবান্ন ৷ এক তরফা এই জল ছাড়ায় রাজ্যের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে ডিভিসিকে ৷
শনিবার আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, "এই মুহূর্তে পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার দরকার নেই, তবে সতর্কিত থাকতে হবে। আগামী পাঁচ এবং ছয় তারিখ সবচেয়ে বেশি সতর্ক থাকার প্রয়োজন। প্রশাসন পরিস্থিতি বুঝে মানুষকে অনুরোধ করবে। প্রয়োজন পড়লে মানুষকে নিজের বাসস্থান থেকে সরে আসতে হবে।"
এদিন লাগাতার বৃষ্টিতে তৈরি হওয়া বন্যা পরিস্থিতি নিয়ে নবান্নে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা। ভার্চুয়াল এই বৈঠকে তিনি বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে কথা বলেন ৷ সেখানকার বন্যা পরিস্থিতি সম্পর্কে খবরও নিয়েছেন। সেখানেই দামোদর ভ্যালি কর্পোরেশনের উদ্দেশ্যে কড়া বার্তা শোনা গিয়েছে মুখ্যসচিবের গলায় ৷ এক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, সেচ দফতরের সঙ্গে কথা বলেই জল ছাড়তে হবে ডিভিসিকে। এদিন এমনটাই ডিবিসি'র চেয়ারম্যানকে বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা।
এদিন রাজ্যের দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকে ডিভিসির চেয়ারম্যানকেও উপস্থিত থাকতে বলা হয়েছিল। প্রসঙ্গত এদিনই সকাল 11টার পর থেকে ডিভিসির বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া হচ্ছে। এদিন এই বৈঠকেই ডিভিসির উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব। তাঁর স্পষ্ট বক্তব্য, রাজ্যকে অন্ধকারে রেখে কোনওভাবেই জল ছাড়া যাবে না ৷