পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঠান্ডায় কাঁপছে বাংলা, মঙ্গলে মরশুমের শীতলতম দিন - মরশুমের শীতলতম দিন

WB Weather Update: পৌষ সংক্রান্তির দিন থেকেই ফিরেছে ঠান্ডা ৷ সোমবার ছিল মরশুমের শীতলতম দিন ৷ মঙ্গলবারও সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Jan 23, 2024, 7:06 AM IST

Updated : Jan 23, 2024, 9:10 AM IST

কলকাতা, 23 জানুয়ারি: সোমের পর মঙ্গল । শীতের দাপট বহাল । আজও মরশুমের শীতলতম দিন।সোমবার সর্বনিম্ন তাপমাত্রা নেমে 12.1 ডিগ্রিতে যায়। যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম। মঙ্গলবারও মরশুমের সবচেয়ে বেশি ঠান্ডার দিন ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ সর্বোচ্চ তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা 11.8 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ৷

চলতি মাসে পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা জলীয় বাষ্পের কারণে বেশ কয়েকদিন তাপমাত্রা বেড়ে গিয়েছিল ৷ কিন্তু ঝঞ্ঝা কেটে মেঘ সরতেই উত্তুরে ঠান্ডা বাতাস ঢুকতে শুরু করেছে। ফলে পারদও নামছে । হাওয়া অফিসের আগামী 5দিনের পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, দক্ষিণবঙ্গে আগামী 24 ঘণ্টায় তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়তে থাকবে । আজ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলোতে শুষ্ক আবহাওয়া থাকবে। বাকি তিন দিনে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা-সহ প্রায় প্রতিটি জেলাতেই ।

উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি তুষারপাতের পূর্বাভাস বাড়িয়েছে । বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। আগামিকালও দার্জিলিংয়ে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। বাকি জেলায় শুষ্ক আবহাত্তয়া থাকবে । উত্তরবঙ্গে আগামী 5দিনে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই । সব মিলিয়ে মাঘের শীত আরও কয়েকদিন বঙ্গে বজায় থাকবে। যা শীত বিলাসীদের কাছে আনন্দের। আজ, মঙ্গলবার কলকাতা এবং আশেপাশের অঞ্চলে ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে ৷ দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে।

আরও পড়ুন:

  1. লক্ষ্মীরূপে পূজিত তুলসীকে এই দিনে ভুলেও জল নয়, জ্বালাবেন না প্রদীপও
  2. দিনে দেড় ঘণ্টা, সপ্তাহে পাঁচ দিন নাচলেই দ্রুত কমবে ওজন, পড়ুন বিস্তারিত
  3. মঙ্গলে কোন রাশির অর্থাগমে কাটবে বাধা, জানুন রাশিফলে
Last Updated : Jan 23, 2024, 9:10 AM IST

ABOUT THE AUTHOR

...view details