কলকাতা, 16 মে: চলতি মাসের শেষদিন দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর হাত ধরে বর্ষা প্রবেশ করছে কেরলে ৷ সাধারণত কেরলে প্রবেশের দিন দশেকের মধ্যে বঙ্গে বর্ষা আসে ৷ এনিয়ে কোনও পূর্বাভাস নেই, বদলে ফের তাপপ্রবাহের শঙ্কার কথা শোনাল হাওয়া অফিস ৷ পারদ যে চড়বে তার পূর্বাভাসও আগেই ছিল ৷ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সরে গিয়েছে বৃষ্টিপাত ৷ মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আভাস দিয়েছে হাওয়া অফিস ৷ উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা- দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারের কয়েকটি জায়গাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে ৷
আগামিকাল অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই ৷ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিংম্পং, জলপাইগুড়ির কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হবে ৷ 18 মে শনিবার দক্ষিণবঙ্গে কোনও বৃষ্টিপাতের পূর্বাভাস নেই ৷ উত্তরবঙ্গে উপরের পাঁচটি জেলার কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ 19 মে রবিবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রামের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ উত্তরবঙ্গের সব ক'টি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ এর মধ্যে উপরের পাঁচটি জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ৷
20 মে সোমবার পঞ্চম দফার ভোটের দিন বঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ ওইদিন উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলার অনেকটা জায়গা জুড়ে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হবে ৷ 21 মে মঙ্গলবারও বঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷