পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিদায়ী শীতের ঝাপটায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হাওয়া অফিসের - Weather Forecast

West Bengal Weather Update: বঙ্গ থেকে বিদায় নিচ্ছে শীত ৷ এদিকে যাওয়ার সময়েও রাজ্যে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে ৷ দক্ষিণবঙ্গের ছয় জেলায় শীতের দাপট বাড়বে ৷

ETV Bharat
রাজ্যজুড়ে শৈত্যপ্রবাহের সতর্কতা

By ETV Bharat Bangla Team

Published : Feb 10, 2024, 6:38 AM IST

কলকাতা, 10 ফেব্রুয়ারি: শীতের বিদায়ের সময়েও ঠান্ডার কামড় রাজ্যজুড়ে ৷ গত কয়েকদিনের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা ফের নীচের দিকে নামতে শুরু করেছে ৷ সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন'স ডে-তে তাপমাত্রা হয়তো বর্তমান সময়ের তুলনায় বেশি থাকবে ৷

আবহাওয়া অফিসের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে ৷ তবে উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে ৷ পশ্চিমী ঝঞ্ঝা কেটে গিয়েছে ৷ ফলে রাজ্যজুড়ে উত্তর-পশ্চিম দিক থেকে বঙ্গে শীতল হাওয়ার দাপট চলছে ৷ আজ ও আগামিকাল রাজ্যের আটটি জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস ৷ দক্ষিণবঙ্গের ছয় জেলায় শীতের দাপট বাড়বে বলে সতর্ক করেছে হাওয়া অফিস ৷ তাই আগামী 24 ঘণ্টা শৈত্য প্রবাহের সতর্কবার্তা রয়েছে রাজ্যজুড়ে ৷

বিশেষত পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বেশ কিছু অংশে শৈত্য প্রবাহের সর্তকতা জারি করেছে হাওয়া অফিস ৷ শুক্রবার পুরুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7.1 ডিগ্রি সেলসিয়াস ৷ বাঁকুড়াতে ছিল 10 ডিগ্রি সেলসিয়াস ৷ পানাগড় 8.7 ও বীরভূমের শ্রীনিকেতন 8.2 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা । দুই দিনাজপুরে স্বাভাবিকের তুলনায় 4-5 ডিগ্রি নীচে অবস্থান করছে পারদ ৷

উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকলেও উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু অংশে শীতের কামড় শৈত্যপ্রবাহ থাকবে ৷ স্বাভাবিকের থেকে 4-5 ডিগ্রি নীচে তাপমাত্রা অবস্থান করছে ৷ সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রির কাছাকাছি থাকবে ৷ শুক্রবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 86 শতাংশ ৷ আজ শনিবার দিনের আকাশ রৌদ্রজ্জ্বলই থাকবে ৷ তবে ভোরে কুয়াশার দাপট থাকবে ৷ শনিবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 25 ডিগ্রি এবং 14 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

  1. তিন দশক পর ভারতে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা, 'মিস ওয়ার্ল্ড' খেতাব এবার জিতবেন কে? নজর বিশ্ববাসীর
  2. বন্দুক হাতে প্রকাশ্যে সন্দেশখালিতে দাপাদাপি দুষ্কৃতীর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
  3. নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ-খুন, দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের

ABOUT THE AUTHOR

...view details