কলকাতা, 25 এপ্রিল: ফের তাপপ্রবাহ কলকাতায় ৷ সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছল 40.5 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 29.2 ডিগ্রি বেশি, স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি ৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 76 শতাংশ ৷ হাওয়া অফিস জানিয়েছে উত্তর এবং উত্তর-পশ্চিম দিক থেকে ছুটে আসা গরম বাতাসের কারণেই দক্ষিণবঙ্গে পারদ ঊর্ধ্বমুখী ৷ 28 এপ্রিল অর্থাৎ এই সপ্তাহের শেষ পর্যন্ত এমনটাই থাকবে ৷ বুধবার দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, দুই বর্ধমান, বাঁকুড়াতে তাপপ্রবাহের পরিস্থিতি ছিল ৷
আজ বৃহস্পতিবার তীব্র তাপপ্রবাহ চলবে দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, হুগলিতে ৷ তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে ৷ উত্তরবঙ্গেও পারদ ঊর্ধ্বমুখী ৷ মালদা ইতিমধ্যে তাপপ্রবাহের কবলে পড়েছে ৷ বুধবার সর্বোচ্চ তাপমাত্রা 41.2 ডিগ্রি ছুঁয়েছে, যা স্বাভাবিকের চেয়ে 6.2 ডিগ্রি বেশি ৷
উত্তর-দক্ষিণ, দুই দিনাজপুরে পারদ চড়ছে ৷ বালুরঘাটে তাপপ্রবাহ হয়েছে ৷ সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে 5.2 ডিগ্রি বেশি ৷ দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা 24.4 ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে 5.7 ডিগ্রি বেশি ৷ আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
দক্ষিণবঙ্গে বৃষ্টি কবে বা কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হচ্ছে কি না, তার কোনও ইঙ্গিত হাওয়া অফিস দিতে পারছে না ৷ তাই ঘর্মাক্ত গরমই দক্ষিণবঙ্গ জুড়ে চলবে। বুধবার তীব্র তাপপ্রবাহ হয়েছে ডায়মন্ডহারবার (সর্বোচ্চ তাপমাত্রা 41.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 7 ডিগ্রি বেশি), হলদিয়া (সর্বোচ্চ তাপমাত্রা 40.8, স্বাভাবিকের চেয়ে 7.1 ডিগ্রি বেশি), দক্ষিণবঙ্গের উষ্ণতম অঞ্চল পানাগড় (সর্বোচ্চ তাপমাত্রা 42.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 6.6 ডিগ্রি বেশি), সাগরদ্বীপে (সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে 6.5 ডিগ্রি বেশি) ৷
রাজ্যের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ মিলিয়ে এগারোটি জায়গায় তাপপ্রবাহ হয়েছে ৷ উত্তরবঙ্গের মালদা, বালুরঘাট ছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা (40.5 ডিগ্রি), উলুবেড়িয়া (40.5 ডিগ্রি), মেদিনীপুর (42.5 ডিগ্রি), ক্যানিং (41.4 ডিগ্রি), মগরা (41.5 ডিগ্রি), কলাইকুণ্ডা (42.2 ডিগ্রি), বর্ধমান (42 ডিগ্রি), ব্যারাকপুর (41.7 ডিগ্রি), সিউড়িতে (42 ডিগ্রি) তাপপ্রবাহ হয়েছে ৷
আজ বৃহস্পতিবার দিনের আকাশ পরিষ্কারই থাকবে ৷ তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার পূর্বাভাস রয়েছে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 40 ডিগ্রি এবং 29 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷
আরও পড়ুন:
- লক্ষ্মীবারে দেবী কমলার কৃপায় সুখ-সমৃদ্ধি উপচে পড়বে কাদের ভাগ্যে, জানুন রাশিফলে
- ভোট-কারচুপি রুখে দিল ওয়েব কাস্টিং, দোসর 'অ্যালার্ম আতঙ্ক' কাটাতে তৎপর কমিশন