শিলিগুড়ি, 2 জুন: বিজেপি যুব মোর্চার শিলিগুড়ি থানা ঘেরাও করে বিক্ষোভের ঘটনায় তুমুল উত্তেজনা ! মাথা ফাটল একাধিক বিজেপি কর্মীর । গুরুতর আহত শিলিগুড়ি থানার আইসি । এই ঘটনায় গ্রেফতার হয়েছেন পাঁচ বিজেপি যুব মোর্চা কর্মী । শনিবার পানীয় জল ইস্যুতে শিলিগুড়ি পৌরনিগম ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপির মহিলা মোর্চা । সেই অভিযানে পুলিশ বিজেপি কর্মী সমর্থকদের উপর চড়াও হয় এবং হামলা চালায় বলে অভিযোগ ।
পাশাপাশি মহিলাদের মারধরেরও অভিযোগ ওঠে । সেই অভিযোগে শনিবার রাতেই শিলিগুড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে যায় বিজেপির যুব মোর্চা । প্রথমে থানার সামনে বিক্ষোভ দেখানো হয় । পরে থানার গেট খুলে ভিতরে ঢোকার চেষ্টা করেন বিজেপির কর্মী সমর্থকরা । সেই সময় পুলিশ বাধা দিলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে । এরপর প্রথমে ধস্তাধস্তি ও পরে হাতাহাতি শুরু হয় । দু'পক্ষের মধ্যে সংঘর্ষে প্রথমে থানার মূল গেট ভেঙে যায় । এরপরই পরিস্থিতি সামাল দিতে পুলিশ ধরপাকড় শুরু করে । সেই সময় পরিস্থিতি আরও বেশি উত্তপ্ত হয়ে ওঠে ।