ব্যারাকপুর, 20 অগস্ট: আরজি করে নির্যাতিতার বাড়িতে ফোন করে খোঁজ নিলেন রাজ্যপাল ৷ সুবিচার দেওয়ার পাশাপাশি তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সিভি আনন্দ বোস ৷ মঙ্গলবার এমনটাই জানালেন নিহত চিকিৎসকের বাবা-মা ।
এদিন, সোদপুরের বাড়িতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নির্যাতিতার বাবা বলেন, "আমার মেয়ের মৃত্যুর সুবিচার চেয়ে যে ভাবে গোটা পৃথিবী এবং দেশের মানুষ লড়াই করছেন, তাতে আমরা কৃতজ্ঞ । বিচার না পাওয়া পর্যন্ত এভাবেই যেন তাঁরা আমাদের পরিবারের পাশে থাকেন । সুপ্রিম কোর্টের উপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে । তবে বিচার প্রক্রিয়া নিয়ে আমি কোনও মন্তব্য করব না ।"
অপরদিকে নির্যাতিতার মা বলেন, "দেশবাসী এবং রাজ্যবাসীকে আমার বিনিত প্রার্থনা আমরা যতক্ষণ বিচার না পাই তারা যেন আমাদের পাশে এইভাবেই লড়াই করে । আমরা অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই । আর সিবিআই আমাদের জানিয়েছে এটা লম্বা প্রসেস । আমাদের সময় দিন । ভরসা রাখুন । সিবিআই চেষ্টা করছে, আমরা আশা করছি ন্যায়বিচার পাব ।"
ছেঁড়া পাতা প্রসঙ্গে নির্যাতিতার বাবা বলেন, "ছেঁড়া একটি পাতার ছবি ছিল আমাদের কাছে । পুলিশ সেটা আমাদের দেখিয়েছিল । সিবিআইকে সেই ছবি তুলে দিয়েছি । সিবিআইয়ের বয়ান রেকর্ড প্রসঙ্গে কিছু বলব না ।"
আরজি কর কাণ্ডে এফআইআর করতে দেরি হওয়া নিয়ে মঙ্গলবারই দেশের সর্বোচ্চ আদালত প্রশ্ন তুলেছে । সেই প্রসঙ্গে নির্যাতিতার বাবা এদিন বলেন, "আদালত নিশ্চয়ই দেখবে । সেই জন্যই তো কৈফিয়ৎ চেয়ে তলব করেছে ৷ আমরা বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা নাগাদ অভিযোগ করেছিলাম । কিন্তু, কখন এফআইআর নিয়েছে সেটা তো পুলিশের ব্যাপার ।"
শুনানি চলাকালীন এদিন আরজি কর হাসপাতাল-কাণ্ডে হস্তক্ষেপ করে দেওয়া সুপ্রিম কোর্টের এই রায়কেও স্বাগত জানিয়েছেন নির্যাতিতার পরিবার । তবে গ্রেফতারি প্রসঙ্গে নিহত চিকিৎসকের বাবা বলেন, "আগেই বলেছি যে গ্রেফতার হয়েছে সে আসল দোষী নয় । এই কারণেই তো আমরা আরজি করের গোটা চেস্ট ডিপার্টমেন্টকেই সন্দেহের তালিকায় রেখেছি । প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে এ নিয়ে কোনও সন্দেহ নেই । প্রমাণ লোপাট করলে অধ্যক্ষ শাস্তি পাবে । কারণ, সেটা সংবিধানে শাস্তিযোগ্য অপরাধ । ঘটনার দিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ছিলাম । কিন্তু, অধ্যক্ষ আমাদের সঙ্গে একবারও কথা বলেনি । হয়তো অধ্যক্ষ কিছু লুকোনোর চেষ্টা করছিল ।"
অন্যদিকে, সিবিআইয়ের কাছে আরজি কর হাসপাতালের অধ্যক্ষ, অ্যাসিস্ট্যান্ট সুপার এবং ভিপি সবার নামই তাঁরা জানিয়েছেন বলে এদিন মন্তব্য করেন নির্যাতিতার মা ।