পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'বাইরে থেকে খেলোয়াড় এনে অধীরকে পরাস্ত করা যাবে না', ফের বিদ্রোহী তৃণমূলের হুমায়ুন - Humayun on yusuf pathan Baharampur

TMC MLA Humayun Kabir: লোকসভার প্রার্থীতালিকা থেকে বাদ পড়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর ৷ মঙ্গলবার সকালে তিনি জল্পনা উসকে দিয়ে বললেন, "রাজনীতিতে শেষ বলে কিছু হয় না ৷" নির্বাচন কমিশন লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করলেই তিনি তাঁর সিদ্ধান্ত জানাবেন ৷ কী ইঙ্গিত দিলেন হুমায়ুন ?

ETV Bharat
বহরমপুর লোকসভা কেন্দ্রে ইউসুফ পাঠানকে প্রার্থী করায় ক্ষুব্ধ হুমায়ুন

By ETV Bharat Bangla Team

Published : Mar 12, 2024, 1:40 PM IST

Updated : Mar 12, 2024, 5:10 PM IST

তৃণমূল বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করায় ক্ষুব্ধ বিধায়ক হুমায়ুন

মুর্শিদাবাদ, 12 মার্চ: "রাজনীতিতে শেষ বলে কিছু হয় না ৷ সম্ভাবনাময় শিল্পের নাম রাজনীতি ৷ নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করলে, বিশেষত বহরমপুর লোকসভা কেন্দ্রে ভোটের দিন জানালে, আমি আমার সিদ্ধান্তের কথা জানাব", মঙ্গলবার সকালে একটি ভিডিয়ো বার্তায় বললেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর ৷ 10 মার্চ, রবিবার ব্রিগেডে জনগর্জন মঞ্চ থেকে লোকসভা নির্বাচনের প্রার্থীতালিকায় বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে টিকিট দেওয়া হয়েছে ৷ তালিকায় নাম নেই তৃণমূল বিধায়ক হুমায়ুনের ৷ এমনিতেই হুমায়ুন কবীর বরাবরই বিদ্রোহী বিধায়ক বলে পরিচিত বহরমপুর লোকসভা কেন্দ্রে নির্দল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিতও দিয়েছেন ৷

এদিনের ভিডিয়ো বার্তায় হুমায়ুন স্পষ্ট বলেন, "বহরমপুরের মতো জায়গায় অধীর চৌধুরীর রাজনৈতিক দূরদর্শিতা, তাঁর অনুগামী, তিনি 1999 সাল থেকে 2019 সাল পর্যন্ত পাঁচ-পাঁচবারের সাংসদ নির্বাচিত হয়েছেন ৷ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, অন্য রাজ্য থেকে খেলোয়াড় এনে বা কলকাতা থেকে গায়ক এনে অধীর চৌধুরীকে যে পরাস্ত করা যাবে না, সেটা এর আগে প্রমাণিত ৷ এটার অন্যরকম প্রতিক্রিয়াও ভোটারদের মনে হচ্ছে, হবে ৷ যাঁরা ইউসুফকে প্রার্থী করেছেন, তাঁরাই এর সঠিক মূল্যায়ণ করতে পারবেন ৷ ভোটাররা কী ভাবছেন, তা এখনও বলার সময় আসেনি ৷"এর আগে 2014 সালের লোকসভা নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্রে গায়ক ইন্দ্রনীল সেনকে প্রার্থী করেছিল তৃণমূল ৷ কিন্তু সেবার তিনি অধীরের কাছে হেরে গিয়েছিলেন ৷

ভিডিয়ো বার্তায় বর্তমান জেলা তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ শোনা যায় হুমায়ুনের গলায় ৷ তিনি বলেন, "তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে মুর্শিদাবাদের যে সব তৃণমূল নেতারা ছিলেন, সেই সব নেতাদের অনেকেই এখন নেই ৷ আবার কেউ কেউ থেকেও নেই ৷ তাঁদের কোনও অস্তিত্ব তৃণমূলের কোনও জায়গায় নেই ৷ এখনও নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে দিন ঘোষণা করেনি ৷ তারা দিন জানালেই, বিশেষ করে বহরমপুরের দিন ঘোষণা করলে আমার সিদ্ধান্ত জানাব ৷" আগামী দিনে মুর্শিদাবাদে তৃণমূলের মানচিত্র নিয়ে তৃণমূল বিধায়কের গলায় স্বভাবতই হতাশা ঝরে পড়ে ৷

বহরমপুর লোকসভা কেন্দ্র নিয়ে হুমায়ুন কবীর বলেন, "বহরমপুর লোকসভায় সাতটি বিধানসভা রয়েছে ৷ বহরমপুর বিজেপির ৷ বড়ঞাঁর বিধায়ক জেলে রয়েছেন ৷ বাকি আমাদের পাঁচজনকে অন্ধকারে রেখে প্রার্থী নির্বাচিত করা হয়েছে ৷ রাজ্যের বাইরে থেকে প্রার্থী আনার দরকার হল কেন ?" এর আগে পঞ্চায়েত নির্বাচনের সময়ও বেঁকে বসেছিলেন হুমায়ুন কবীর ৷ তখন বলেছিলেন, "দলে থেকে গুরুত্ব পাচ্ছি না ৷ লোকসভা ভোটে আলাদা দল করে লড়ব ৷" 2024 সালের লোকসভা নির্বাচনের আগে তিনি ইঙ্গিত নির্দল প্রার্থী হিসেবে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন ৷

আরও পড়ুন:

  1. ফিরহাদের 'ললিপপে'ও গলল না বরফ, পার্থর বিরুদ্ধে ব্যারাকপুরেই প্রার্থী অর্জুন !
  2. লড়াইটা 'বারোশো টাকার সিলিন্ডার বনাম লক্ষ্মীর ভাণ্ডারের', ইটিভি ভারতকে জানালেন দেবাংশু
  3. প্রচারে তৃণমূলের 'চোখ উপড়ে' নেওয়ার হুমকি সৌমিত্রের, কটাক্ষ সুজাতার
Last Updated : Mar 12, 2024, 5:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details