বহরমপুর, 29 সেপ্টেম্বর: ভরতপুরের তৃণমূল বিধায়াক হুমায়ুন কবীরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছে আইএমএ ৷ কিন্তু, তারপরেও নিজের অবস্থানে অনড় তিনি ৷ নিরাপত্তার দাবিতে জুনিয়র ডাক্তারদের মিছিলের পালটা পথে নামার হুঁশিয়ারি দিলেন ৷ এমনকী হাজার-হাজার লোক নামিয়ে মেডিক্যাল কলেজ ও হাসরাপাতালে জুনিয়র ডাক্তারদের ঘিরে ধরার হুমকিও দিলেন ৷ যা নিয়ে পালটা হুমায়ুন কবীরকে উলটো ঝুলিয়ে সোজা করার কথা জানালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷
উল্লেখ্য, সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা নিরাপত্তার দাবিতে কর্মবিরতি শুরু করেছেন ৷ যা নিয়ে শনিবার হুমায়ুন কবীর রীতিমত হুমকির সুরে বলেছিলেন, "জুনিয়র ডাক্তাররা 1 হাজার লোক নিয়ে মিছিল করলে, আমি 5 হাজার লোক দিয়ে ঘিরে ধরব ৷" এমনকি তাঁর বিরুদ্ধে হওয়া অভিযোগের প্রেক্ষিতে হুমায়ুন বলেছিলেন, "পুলিশ আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে জামিনে বেরিয়ে এসে তারপর দেখাব, কত ধানে কত চাল ৷"
সুপ্রিম কোর্টে অভিযোগের পরেও জুনিয়র ডাক্তারদের হুমকির অভিযোগ হুমায়ুন কবীরের বিরুদ্ধে ৷ (ইটিভি ভারত ৷) শাসকদলের বিধায়কের এমন মন্তব্য, গ্রামীণ এলাকার মানুষকে উত্তপ্ত করে তুলতে পারে ৷ এতে হাসপাতালগুলির নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে ৷ এই অভিযোগে, আইএমএ-এর তরফে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে একটি লিখিত অভিযোগ জানানো হয়েছে ৷ আগামিকাল সুপ্রিম কোর্টে আরজি কর-কাণ্ডের শুনানিতে হুমায়ুন প্রসঙ্গ চিকিৎসকদের আইনজীবী তুলতে পারেন ৷ কিন্তু, এই পরিস্থিতিতে রাজ্য সরকার বেশ চাপে ৷ এমনকি সাগর দত্ত মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তার এবং স্বাস্থ্য কর্মীদের উপর হামলার ঘটনাও, সরকারের বিপক্ষে যেতে পারে আগামিকাল ৷
কিন্তু, হুমায়ুন কবীরের তাতে কিছু যায় আসে না ৷ তিনি বহাল তব্বিয়তে রয়েছেন ৷ এ দিন ফের একবার জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি ৷ বলেন, "যা বলেছি সেটা আমার অধিকার থেকে বলেছি ৷ আইন আছে ৷ আমাকে আইন যা সাজা দেবে, তাই মেনে নেব ৷ কিন্তু, ডাক্তারবাবুরা মগের মুলুক পেয়ে বসেছেন নাকি ৷ তাঁরা সরকারি সুবিধা ভোগ করবেন । চিকিৎসার জন্য সরকারি রেজিস্ট্রেশন পাবেন ৷ আর আন্দোলনের নামে কর্মবিরতি করবেন ৷ কে এই অধিকার দিয়েছে তাঁদের ?"
যদিও, ঘনঘন জুনিয়র ডাক্তারদের উপর হামলার বিষয়টি এড়িয়েই গেলেন হুমায়ুন কবীর ৷ ফলে প্রশ্ন উঠছে, যেখানে শাসকদলের একজন জনপ্রতিনিধি নিরাপত্তা নিয়ে ভাবিত নন, সেখানে হাসপাতালে কতটা নিরাপদ জুনিয়র ডাক্তাররা ? উল্লেখ্য, আজ রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তাররা মশাল মিছিলের ডাক দিয়েছেন ৷ সেই মিছিল নিয়েও হুমকি দিলেন হুমায়ুব কবীর ৷ জানালেন, আজকে ওরা যতজন রাস্তায় নেমে মিছিল করবে, দু’দিন পর আমি তাঁর কয়েকগুণ লোক রাস্তায় নামাবো ৷ দেখব আমাকে কে আটকায় ৷ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ঘিরে ফেলব ডাক্তারবাবুদের ৷ আমার নেত্রী বারণ করবেন, আমি তাও শুনবো না ৷"
হুমায়ুন কবীরের জুনিয়র ডাক্তারদের এই হুমকির বিষয় নিয়ে পালটা নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, "উনি সবসময় এই ধরনের বিতর্কিত কথা বলেন ৷ বাজার মাত করার জন্য এবং প্রচারের আলোতে থাকার জন্য এসব করেন ৷ এসব লোকেদের সম্পর্কে কথা বলা উচিত নয় ৷ বিজেপি ক্ষমতায় আসার পর 'উলটো করে ঝুলিয়ে সোজা করে দেব' এইসব লোকেদের ৷"