পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চাপ বাড়ল বাংলাদেশি পর্যটকদের, এবার শিলিগুড়ির হোটেলেও তাঁদের জন্য নো এন্ট্রি - BANGLADESH UNREST

বাংলাদেশি পর্যটকদের উপর আপাতত নিষেধাজ্ঞা জারি করল শিলিগুড়ির সমস্ত হোটেল ৷ সিদ্ধান্ত গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির ।

ETV BHARAT
শিলিগুড়ির হোটেলে বাংলাদেশিদের জন্য নো এন্ট্রি (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Dec 9, 2024, 3:06 PM IST

Updated : Dec 9, 2024, 3:40 PM IST

শিলিগুড়ি, 9 ডিসেম্বর: আরও চাপ বাড়ল বাংলাদেশি পর্যটকদের । এবার অনির্দিষ্টকালের জন্য শিলিগুড়ির সমস্ত হোটেলে বাংলাদেশি পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলেন হোটেল মালিকরা । সোমবার সাংবাদিক সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানায় গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি ।

এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রাজীব দাস, যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ-সহ অন্যান্যরা । আর শিলিগুড়ির হোটেল মালিকদের এই সিদ্ধান্তে ওপার বাংলার পর্যটকরা আরও বিপাকে পড়তে চলেছেন বলে মনে করছে পর্যটনমহল ।

নিষেধাজ্ঞা জারি করল শিলিগুড়ির সমস্ত হোটেল (নিজস্ব চিত্র)

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক উজ্জ্বল ঘোষ বলেন, "ক্ষতি হবে না এমনটা নয় । তবে দেশ সবার উপরে । যে ক্ষতি হবে আমরা তা মানিয়ে নিতে পারব । তবে যেভাবে আমাদের দেশের পতাকার অপমান করার পাশাপাশি আমাদের দেশকে অপমান করা হচ্ছে, এই অপমান আমরা মানতে রাজি নই । মালদা জেলার হোটেল অ্যাসোসিয়েশন আগেই বাংলাদেশি পর্যটকদের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল । তারপর আমরাও এই নিয়ে কার্যকরী কমিটির সদস্যদের সঙ্গে আলোচনায় বসি । এরপর জেনারেল বডিতে এই নিয়ে আলোচনা হয় । ভোটাভুটির মাধ্যমে সিংহভাগ হোটেল মালিকরা বাংলাদেশি পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞায় সমর্থন করেছেন । সেই কারণে আমরা অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশি পর্যটকদের উপর নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছি । ইতিমধ্যেই বিষয়টি প্রশাসনকেও জানিয়ে দিয়েছি ।"

এই বিষয়ে ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য সন্দীপন ঘোষ বলেন, "আমরা হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই সিদ্ধান্তকে সর্বতভাবে স্বাগত জানাই । আমরা তাঁদের এই সিদ্ধান্তে পাশে আছি । তবে আমরা চাই যত দ্রুত সম্ভব এই জটিলতা কেটে যাক ।"

উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ি । একদিকে চ্যাংড়াবান্ধা ও অন্যদিকে ফুলবাড়ির বাংলাবান্ধা সীমান্ত দিয়ে প্রতি বছর প্রচুর বাংলাদেশি ভারতে আসেন । শুধুমাত্র ফুলবাড়ি সীমান্ত দিয়ে গড়ে মাসে অন্তত দু থেকে তিন হাজার বাংলাদেশি পর্যটক ভারতে আসেন, যাঁরা শিলিগুড়িতে হোটেলে থাকেন । শিক্ষা ও চিকিৎসাক্ষেত্রের জন্যই বেশি পর্যটক আসেন । শিলিগুড়িতে প্রায় 320টির মতো হোটেল রয়েছে । রবিবার ভোটাভুটিতে 90 শতাংশের বেশি হোটেল মালিক বাংলাদেশি পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞার সমর্থনে ভোট দেন ।

Last Updated : Dec 9, 2024, 3:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details