শ্রীরামপুর, 7 সেপ্টেম্বর: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ ৷ ফের রাজ্য সরকারের অনুদান প্রত্যাখ্যান করল হুগলির এক মহিলা পরিচালিত পুজো ক্লাব ৷ এবার শ্রীরামপুরের মহিলা মিলন চক্র পুজো কমিটি রাজ্য় সরকারের 85 হাজার টাকা অনুদান নিতে অস্বীকার করেছে । এ নিয়ে চলতি মাসের প্রথম দিকেই মহকুমা শাসক ও থানায় লিখিত আবেদন জানান পুজো কমিটির সদস্যরা ।
হুগলিতে ফের সরকারি অনুদান প্রত্যাখ্যান মহিলা পরিচালিত পুজো কমিটির - RG Kar Doctor Rape and Murder
Durga Puja Donation: ফের দুর্গাপুজোর সরকারি অনুদান প্রত্যাখ্যান ক্লাবের ৷ এবার শ্রীরামপুরের এক মহিলা পরিচালিত পুজো কমিটি রাজ্য সরকারের 85 হাজার টাকা অনুদান নিতে অস্বীকার করল । এর আগে হুগলির চারটি ক্লাবও একই পথে হেঁটেছে ৷
Published : Sep 7, 2024, 5:55 PM IST
এই পুজোর সভাপতি তপতী মুখোপাধ্যায় বলেন, "আমরা মায়ের জাত ৷ আমাদের কাছে মেয়ের সুরক্ষা সব থেকে আগে । আমরা মনে করি হাসপাতাল হল সব থেকে সুরক্ষিত জায়গা । আর সেই হাসপাতালেই একজন মহিলা চিকিৎসকের সঙ্গে যদি এই ধরনের নারকীয় ঘটনা ঘটে, তার প্রতিবাদ করতেই হয় । আমরা সরকারের দেওয়া অনুদান এ বছর নিচ্ছি না ৷ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় কি না দেখি । তারপরে ভাবব পরের বছর অনুদান নেব কি না ।" পুজো কমিটির সদস্য মহালক্ষ্মী মুখোপাধ্যায়ের কথায়, "আমরা মহিলারা আরজি করের নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাই । সরকারি অনুদান চাই না, আমরা চাই বিচার ।"
পুজো যত এগিয়ে আসছে, আরজি কর-কাণ্ডের প্রতিবাদের তীব্রতা তত বাড়ছে ৷ চিকিৎসক থেকে সাধারণ মানুষ সুবিচারের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করছে । রাত দখলের কর্মসূচিতে নামছে ৷ আর সেই আন্দোলনকে সমর্থন জানাচ্ছে একাধিক দুর্গাপুজো কমিটি । এর আগে হুগলির উত্তরপাড়ার তিনটি পুজো কমিটি ও কোন্নগরের একটি পুজো কমিটি সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছে । সেই পথ অনুসরণ করল এবার বৈদ্যবাটি পুরসভার এক নম্বর ওয়ার্ডের শ্রীরামপুর নগার মোড় এলাকার মহিলা মিলন চক্র ।