পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেপরোয়া বালি ডাম্পারের ধাক্কায় মৃত্যু হোমিওপ্যাথিক চিকিৎসকের! গ্রেফতার চালক - ROAD ACCIDENT - ROAD ACCIDENT

Doctor Dies in Paschim Medinipur: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক হোমিওপ্যাথিক চিকিৎসকের ৷ দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর শহরের মোহনপুর চক এলাকায়। চালককে গ্রেফতার করেছে পুলিশ।

ROAD ACCIDENT
পথ দুর্ঘটনায় মৃত্যু (প্রতীকী ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jun 23, 2024, 3:32 PM IST

মোহনপুর, 23 জুন: ফের বালির ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক চিকিৎসকের ৷ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর শহরের মোহনপুর চক এলাকায়। মৃত চিকিৎসকের নাম হরিপদ রাউত ৷ বাড়ি মেদিনীপুর শহরের অরবিন্দ নগরে। পেশায় তিনি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন। চালককে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে বালি বোঝাই ডাম্পারটিও।

মৃত চিকিৎসকের ভাইপো সঞ্জয় রাউত বলেন, "আমি ফোনে খবর পেয়েই ছুটে আসি। ততক্ষণে সব শেষ। কোনও ভুল না করেও বেঘোরে প্রাণ হারালেন আমার কাকু।" পাশাপাশি তিনি বলেন, "পুলিশ প্রশাসনের আরও কড়া হওয়া উচিত ট্রাফিক ব্যবস্থা নিয়ে। ট্রাফিক সিগন্যাল ভাঙলে বড়সড় ফাইন করা উচিত। ট্রাফিক পুলিশের কড়াকড়ি থাকলে হয়তো কাকুর এভাবে প্রাণ যেত না।"

জানা গিয়েছে, এইদিন সকাল নাগাদ মোহনপুর এলাকায় একটি বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় বছর 67-র হরিপদ রাউতের। পেশায় হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের প্রাক্তন চিকিৎসক হরিপদ বাবু বাইকে করে বাড়ি থেকে পিংলার কড়কাইয়ের যাচ্ছিলেন চেম্বার করতে। মূলত, প্রতি রবিবার সেখানেই চেম্বার করতেন হোমিওপ্যাথি চিকিৎসক। মেদিনীপুর শহর থেকে ব্রিজ পেরিয়ে মোহনপুরের চকে ট্রাফিক সিগন্যালে 'লাল বাতি' দেখে দাঁড়িয়ে যান তিনি। কিন্তু, সেই সময় একটি বালি বোঝাই ডাম্পার সিগন্যাল না মেনে তাঁকে ধাক্কা মেরে খড়্গপুরের দিকে পালাতে থাকে।

রাস্তার উপর পড়ে যাওয়া বাইক চালক হরিপদ রাউত পিষ্ট হয়ে যান ডাম্পারের চাকায়। এর পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁরা পথ-অবরোধ শুরু করেন। 60 নম্বর জাতীয় সড়কের মোহনপুর ব্রিজের দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে কয়েকশো ছোট-বড় গাড়ি দাঁড়িয়ে যায়। তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশের হস্তক্ষেপে প্রায় দু'ঘণ্টা পর অবরোধ ওঠে।

ABOUT THE AUTHOR

...view details