পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলেজস্ট্রিটের ফুটপাত অবিলম্বে দখল মুক্ত করার নির্দেশ হাইকোর্টের - footpath

Calcutta HC directs to free footpath: নজর ফুটপাত খালি করার। আগামী মাসের নির্দিষ্ট তারিখের মধ্যে কলেজস্ট্রিটে ছানাপট্টি সংলগ্ন ফুটপাত দখল মুক্ত করার নির্দেশ দিল আদালত ৷ ইতিমধ্যেই জারি নির্দেশিকা।

ETV Bharat
কলকাতা হাইকোর্ট

By ETV Bharat Bangla Team

Published : Jan 20, 2024, 7:22 AM IST

কলকাতা, 19 জানুয়ারি: ছানাপট্টি সংলগ্ন কলেজস্ট্রিটের ফুটপাত অবিলম্বে দখল মুক্ত করার নির্দেশ দিল আদালত ৷ আগামী 12 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি ৷ তার আগে এই ফুটপাত দখলমুক্ত করতে হবে, নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা ৷ এই সময়ের মধ্যে কলকাতা পৌরনিগমকে এই সংক্রান্ত রিপোর্ট আদালতে পেশ করতে হবে ৷ পাশাপাশি হাইকোর্টের এই নির্দেশনামার কপি সংশ্লিষ্ট সব দফতরকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷

দীর্ঘদিন ধরে ছানাপট্টির সামনের ফুটপাত জবরদখল করে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ এতে ছানা ব্যবসায়ীরা সমস্যায় পড়ছেন ৷ বারবার কলকাতা পৌরনিগমকে এবং সংশ্লিষ্ট সরকারি দফতরকে জানিয়েও কোনও ফল হয়নি ৷ তাই এই সমস্যার সমাধানে হাইকোর্টের দ্বারস্থ হন ছানা ব্যবসায়ীরা ৷

এর আগে মল্লিকবাজারের ফুটপাত দখল মুক্ত করতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে অবিলম্বে ওই অঞ্চলে ফুটপাত দখল করে টায়ার ব্যাবসা যাতে বন্ধ হয়, সেদিকে নজর দিতে নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতির বেঞ্চ ৷ পাশাপাশি প্রধান বিচারপতির বেঞ্চ কলকাতার ফুটপাত যেভাবে দখল করে ব্যবসা চলে, তা নিয়েও মুখ খুলেছিলেন ৷

কলকাতা পৌরনিগম যাতে কলকাতা পৌর এলাকায় ভেন্ডিং জোন নির্দিষ্ট করে দেয়, সেই মর্মে যে আইন কার্যকর করার নির্দেশ দিয়েছিল আদালত ৷ একইসঙ্গে কলকাতা পৌরনিগমের কাছ থেকে হলফনামাও তলব করা হয়েছিল ৷ প্রধান বিচারপতি বিধাননগর পৌর এলাকায় রাস্তার ধারে যে ভাবে যত্রতত্র সবজি বা অন্য দোকানিরা জিনিসপত্র বিক্রি করা হয়, তার কড়া সমালোচনা করেছিলেন ৷ এই বিষয়ে পৌর আইন যাতে কঠোর ভাবে লাগু হয়, সেদিকে নজর দিতে নির্দেশ দিয়েছিলেন ৷

আরও পড়ুন:

  1. কলকাতা থেকে উড়ল রামরাজ্যের প্রথম উড়ান, খুশিতে আত্মহারা যাত্রীরা
  2. রামমন্দির উদ্বোধনের আবহে কলকাতা পেল 'মহাপ্রভু চৈতন্যদেব সরণি'
  3. আইনি জট কেটে পৃথক মহকুমা হল ধূপগুড়ি, ঘোষণা মমতার

ABOUT THE AUTHOR

...view details