কলকাতা, 20 এপ্রিল: রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলির জন্য লাল সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আগামী দু'দিনের জন্য এই সতর্কতা জারি করা হয়েছে। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। শুষ্ক আর্দ্রতাজনিত গরমে প্রানান্তকর অবস্থা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে । সর্বোচ্চ তাপমাত্রার দৌড়ে প্রতিটি জেলা যেন একে অপরকে টেক্কা দেওয়ার প্রতিযোগিতায় নেমেছে।
সবমিলিয়ে দক্ষিণবঙ্গের পরিস্থিতি বেজায় খারাপ। গরমে প্রানান্তকর অবস্থা। শুক্রবারের পরে শনিবারও পরিস্থিতির সামান্য উন্নতিও হয়নি। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। তাপমাত্রা থেকে শরু করে সামগ্রিকভাবে আবহাওয়া পরিস্থিতি দেখে বিভিন্ন ধরনের সতর্কতা জারি করে। কয়েকদিন আগে পর্যন্ত হলুদ সতর্কতা ছিল। এবার লাল সতর্কতা জারি হল।
আগামিকাল এবং পরশু পর্যন্ত পশ্চিমের জেলাগুলোতে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বাদ যায়নি কলকাতাও। দমদম,ব্যারাকপুর সল্টলেকে শুক্রবারের মত শনিবারেও তাপপ্রবাহের পরিস্থিতি ছিল। উত্তরবঙ্গেও তাপমাত্রা চড়তে শুরু করেছে। আগামী পাঁচদিনের যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে উপরের পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বজ্রবিদ্যুত সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এছাড়া দুই দিনাজপুর এবং মালদায় শুষ্ক আবহাওয়া থাকবে। তাপপ্রবাহের হলুদ সতর্কতা এই তিন জায়গায় জারি করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.2 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা 28.2 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 85 শতাংশ। শনিবারের পর রবিবারও তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতির সামান্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। কবে পরিস্থিতির পরিবর্তন হয় সেটাই এখন দেখার।
আরও পড়ুন:
- অসহ্য গরম, রাজ্যের স্কুল-কলেজে ছুটি পড়ছে আগামী সপ্তাহে
- গরমে কেন খাবেন তাল শাঁস ? জানালেন পুষ্টিবিদ