পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'যা শুনেছিলাম সত্যি প্রমাণ হল', এসএসসি দুর্নীতি নিয়ে হাইকোর্টের রায়ে উদ্বিগ্ন রাজ্যপাল - Bengal School Job Scam - BENGAL SCHOOL JOB SCAM

WB Governor on SSC Scam: এসএসসি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি নিয়ে 282 পাতার রায় দিয়েছে কলকাতা হাইকোর্টে স্তম্ভিত সিভি আনন্দ বোস ৷ এ নিয়ে প্রথম প্রতিক্রিয়া দিলেন রাজ্যপাল ৷

Governor on School Job Recruitment Scam
শিক্ষাক্ষেত্রে দুর্নীতিতে স্তম্ভিত রাজ্যপাল সিভি আনন্দ বোস

By ETV Bharat Bangla Team

Published : Apr 24, 2024, 12:17 PM IST

Updated : Apr 24, 2024, 1:47 PM IST

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি নিয়ে প্রতিক্রিয়া দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

কলকাতা, 24 এপ্রিল: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের রায়ে তিনি স্তম্ভিত ৷ 22 এপ্রিল অর্থাৎ সোমবার কলকাতা হাইকোর্ট এসএসসির নিয়োগ দুর্নীতিতে 25 হাজার 753 জনের চাকরি বাতিল করার রায় দিয়েছে ৷ এই রায় সামনে আসার পর রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রথম প্রতিক্রিয়ায় বলেন, "শিক্ষামন্ত্রীর মতো উচ্চশিক্ষিত কোনও ব্যক্তি এরকম করতে পারে কি না, তা নিয়ে আমার মনে ধন্দ ছিল ৷ তবে দুর্নীতি হয়েছে ৷ এটা জানতে পেরে আমি স্তম্ভিত হয়ে গিয়েছি ৷"

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় বিস্তর দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে আদালত ৷ কারচুপি হয়েছে ওএমআর শিটেও ৷ তাতেই চাকরি খুইয়েছেন যোগ্য ও অযোগ্য শিক্ষক-শিক্ষিকারা ৷ এ বিষয়ে রাজ্যপাল বলেন, "শিক্ষায় যে দুর্নীতি হয়েছে, আদালতের রায়ে এখন তা প্রমাণিত ৷ অর্থাৎ আমি যা শুনেছি, তা ঠিক ৷ শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হওয়ার মানে আগামী প্রজন্মকে লুট করার সমান ৷ এটা একটা পাপ, যা কখনও হওয়া উচিত নয় ৷"

এদিকে রাজ্যের উচ্চশিক্ষা দফতরের সঙ্গে রাজ্যপালের সংঘাত প্রায়ই খবরের শিরোনােম উঠে আসে ৷ বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে শিক্ষা দফতরের সঙ্গে তাঁর সংঘাত চলছেই ৷ তাই এসএসসি-র নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি প্রসঙ্গে রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের কথা তোলেন ৷ রাজ্যপাল বলেন, "উচ্চশিক্ষাক্ষেত্র অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলিতে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ এখন এটা আমার মাথাব্যথা হয়ে উঠেছে ৷ শুধু দুর্নীতির অভিযোগ উঠেছে এমনটা নয়, হিংসার ঘটনাও ঘটছে ৷ দুর্নীতি আর হিংসা- এই দুই ধরনের ঘায়ে রাজ্য রাজনীতিকে বারবার ধাক্কা দিচ্ছে ৷ এটা খুব দুর্ভাগ্যজনক যে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও এই দু'ধরনের ঘা রয়ে গিয়েছে ৷" ইতিমধ্যে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বলে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা ৷

আরও পড়ুন:

  1. 'প্রত্যেকে যেন বিচার পায়', চাকরিহারাদের বৈঠক শেষে মন্তব্য পর্ষদ সভাপতির
  2. নতুন করে হবে এসএসসি'র নিয়োগ, মাথায় হাত 2016 সালের চাকরিপ্রার্থীদের
  3. হাইকোর্টের রায়ে চাকরি গেল একই স্কুলের 36 শিক্ষকের, চিন্তায় অভিভাবকরা
Last Updated : Apr 24, 2024, 1:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details