পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিবেকানন্দের বাণী আওড়ে সন্দেশখালিতে শান্তি ফেরানোর আর্জি রাজ্যপালের

Governor CV Ananda Bose: সন্দেশখালিতে শান্তি ফেরাতে স্বামী বিবেকানন্দের বাণীকে অবলম্বন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তিনি দোষারোপের পালা ছাড়তে রাজনৈতিক দলগুলোর কাছে আর্জি জানালেন ৷ মহিলাদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন রাজ্যপাল ৷

Governor CV Ananda Bose
রাজ্যপাল সিভি আনন্দ বোস

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2024, 4:32 PM IST

কলকাতা, 20 ফেব্রুয়ারি: সন্দেশখালিতে শান্তি ফেরানোই মূল লক্ষ্য । তা পূরণে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের কাছে আর্জি জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। স্বামী বিবেকানন্দের বাণী আওড়ে রাজ্যপাল বলেন, "দোষরাপের পালা ছাড়ুন । ওঠো, জাগো এবং লক্ষ্যে না-পৌঁছনো পর্যন্ত থেমো না ।"

তবে শুধু রাজনৈতিক দল নয়, সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে সিভি আনন্দ বোস শান্তি ফেরানোর আর্জি জানিয়েছেন ৷ তাঁর কথায়, "সন্দেশখালি যে অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তা মোকাবিলা করতে সমাজের সব অংশের কাছে আবেদন করছি । রাজনৈতিক দল, ব্যক্তি প্রত্যেকের কাছেই আবেদন করছি । শান্তি ফেরাতে যা যা করণীয় তা করুন । একত্রে দলবদ্ধ হয়ে শান্তির বার্তা নিয়ে সন্দেশখালি যান । সেখানকার মা-বোনেদের পাশে দাঁড়ান। তাঁদের বলুন, আমরা তোমাদের সঙ্গে আছি । তোমাদের ভয়ের কোনও কারণ নেই । ভারত তোমাদের পাশে আছে । বাংলা তোমাদের সঙ্গে আছে । মানবতা তোমাদের সঙ্গে আছে । সন্দেশখালিতে শান্তি পরিস্ফুটিত হোক ।"

রাজভবন সূত্রের দাবি, রাজ্যপাল সন্দেশখালির ঘটনায় উদ্বিগ্ন । ইতিমধ্যে জনগণের কাছে পঞ্চম রিপোর্ট কার্ড প্রকাশ করেছেন তিনি । সেখানে সন্দেশখালির মহিলাদের জন্য মিশন 'সন্তোষ-কালী ' চালু করার কথা জানিয়েছেন বোস । জানা গিয়েছে, পরিচিত মহলে রাজ্যপাল বলেছেন, সাধ্যমত সংবিধান ও আইন রক্ষা করবেন । জনগণের সেবা ও কল্যাণে নিজেকে নিয়োজিত করেছেন তিনি । যে কারণে রাজ্যপাল সর্বদা সাধারণ মানুষ, রাজনৈতিক দলের মতামতকে স্বাগত জানিয়েছেন । রাজ্যপালকে বহুবার বলতে শোনা গিয়েছে, রাজভবনের দরজা অবারিত । কখনই কারও জন্য বন্ধ হয়নি বা রাজভবন হতাশার হাহাকারে বধির হয়নি । তবে সন্দেশখালির আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রশ্ন ও চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়েছে । সমাধানের জন্য সমাজের সকলকে নিজ নিজ ক্ষেত্রে গভীরভাবে পর্যবেক্ষণের প্রয়োজন বলে রাজ্যপাল জানান ।

রাজ্যপালের আরও বক্তব্য, "সন্দেশখালিতে আমার দুঃখী বোনদেরকে আমি আশ্বস্ত করছি যে আমরা সবাই আপনাদের পাশে আছি । আপনার ভয় পাওয়ার দরকার নেই । সমাজে আপনার ন্যায্য স্থান সুরক্ষিত করা হবে । আপনি আপনার পরিবার ও সমাজকে পরিচালনা করার জন্য ক্ষমতাবান হবেন ।"

আরও পড়ুন:

  1. সন্দেশখালির মহিলাদের জন্য মিশন 'সন্তোষ কালী' চালু রাজ্যপালের
  2. রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ করুক প্রশাসন, রাজ্যপালের পাশে বসে বার্তা রেখা শর্মার
  3. চোপড়ার ঘটনাস্থল পরিদর্শনে রাজ্যপাল, বিএসএফের সঙ্গে বৈঠকে সিভি আনন্দ বোস

ABOUT THE AUTHOR

...view details