কলকাতা, 20 ফেব্রুয়ারি: সন্দেশখালিতে শান্তি ফেরানোই মূল লক্ষ্য । তা পূরণে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের কাছে আর্জি জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। স্বামী বিবেকানন্দের বাণী আওড়ে রাজ্যপাল বলেন, "দোষরাপের পালা ছাড়ুন । ওঠো, জাগো এবং লক্ষ্যে না-পৌঁছনো পর্যন্ত থেমো না ।"
তবে শুধু রাজনৈতিক দল নয়, সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে সিভি আনন্দ বোস শান্তি ফেরানোর আর্জি জানিয়েছেন ৷ তাঁর কথায়, "সন্দেশখালি যে অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তা মোকাবিলা করতে সমাজের সব অংশের কাছে আবেদন করছি । রাজনৈতিক দল, ব্যক্তি প্রত্যেকের কাছেই আবেদন করছি । শান্তি ফেরাতে যা যা করণীয় তা করুন । একত্রে দলবদ্ধ হয়ে শান্তির বার্তা নিয়ে সন্দেশখালি যান । সেখানকার মা-বোনেদের পাশে দাঁড়ান। তাঁদের বলুন, আমরা তোমাদের সঙ্গে আছি । তোমাদের ভয়ের কোনও কারণ নেই । ভারত তোমাদের পাশে আছে । বাংলা তোমাদের সঙ্গে আছে । মানবতা তোমাদের সঙ্গে আছে । সন্দেশখালিতে শান্তি পরিস্ফুটিত হোক ।"
রাজভবন সূত্রের দাবি, রাজ্যপাল সন্দেশখালির ঘটনায় উদ্বিগ্ন । ইতিমধ্যে জনগণের কাছে পঞ্চম রিপোর্ট কার্ড প্রকাশ করেছেন তিনি । সেখানে সন্দেশখালির মহিলাদের জন্য মিশন 'সন্তোষ-কালী ' চালু করার কথা জানিয়েছেন বোস । জানা গিয়েছে, পরিচিত মহলে রাজ্যপাল বলেছেন, সাধ্যমত সংবিধান ও আইন রক্ষা করবেন । জনগণের সেবা ও কল্যাণে নিজেকে নিয়োজিত করেছেন তিনি । যে কারণে রাজ্যপাল সর্বদা সাধারণ মানুষ, রাজনৈতিক দলের মতামতকে স্বাগত জানিয়েছেন । রাজ্যপালকে বহুবার বলতে শোনা গিয়েছে, রাজভবনের দরজা অবারিত । কখনই কারও জন্য বন্ধ হয়নি বা রাজভবন হতাশার হাহাকারে বধির হয়নি । তবে সন্দেশখালির আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রশ্ন ও চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়েছে । সমাধানের জন্য সমাজের সকলকে নিজ নিজ ক্ষেত্রে গভীরভাবে পর্যবেক্ষণের প্রয়োজন বলে রাজ্যপাল জানান ।
রাজ্যপালের আরও বক্তব্য, "সন্দেশখালিতে আমার দুঃখী বোনদেরকে আমি আশ্বস্ত করছি যে আমরা সবাই আপনাদের পাশে আছি । আপনার ভয় পাওয়ার দরকার নেই । সমাজে আপনার ন্যায্য স্থান সুরক্ষিত করা হবে । আপনি আপনার পরিবার ও সমাজকে পরিচালনা করার জন্য ক্ষমতাবান হবেন ।"
আরও পড়ুন:
- সন্দেশখালির মহিলাদের জন্য মিশন 'সন্তোষ কালী' চালু রাজ্যপালের
- রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ করুক প্রশাসন, রাজ্যপালের পাশে বসে বার্তা রেখা শর্মার
- চোপড়ার ঘটনাস্থল পরিদর্শনে রাজ্যপাল, বিএসএফের সঙ্গে বৈঠকে সিভি আনন্দ বোস