কলকাতা, 5 ফেব্রুয়ারি: আশংকাই সত্যি হল । আজ বেলা 11:30টা পর্যন্ত বাজেট অধিবেশনের আমন্ত্রণ পেলেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস । এ দিকে, তিনি আজ সকালের বিমানে নিজের রাজ্য কেরলে রওনা দিয়েছেন । কবে কলকাতায় ফিরবেন এই মুহূর্তে সে বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য নেই ।
সোমবার রাজভবন সূত্রে খবর, " আজ সকাল 6:55-এর বিমান চেপে কোচির উদ্দেশে রওনা দেন রাজ্যপাল । ফলে, আজ সকাল পর্যন্ত বাজেট অধিবেশনের আমন্ত্রণ না পাওয়া রাজ্যপালের কলকাতা ছাড়ায় স্পষ্ট যে, সিভি আনন্দ বোসের ভাষণ ছাড়াই এ বার বাজেট আধিবেশন হতে পারে । যদিও রাজ্যপাল বাজেট অধিবেশনের অপেক্ষায় ছিলেন বলে খবর ।
গত ডিসেম্বর মাসে শীতকালীন অধিবেশন আনুষ্ঠানিকভাবে শেষ হয়নি । বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অনির্দিষ্টকালের জন্য অধিবেশন মুলতুবি করে দেন । তারই সূত্র ধরে নতুন বছরের অধিবেশন শুরু হচ্ছে । এই যুক্তিতে ডাকা হচ্ছে না রাজ্যপালকেও । ফলে, তাৎপর্যপূর্ণ ভাবে বিধানসভা অধিবেশনে রাজ্যপালের ভাষণ থাকছে না ৷ তার বদলে শোকপ্রস্তাব পাঠের মাধ্যমেই বিধানসভার অধিবেশন শুরু হবে ৷