ভোটের আগে উত্তপ্ত দিনহাটায় পরিস্থিতি খতিয়ে দেখতে গেলেন রাজ্যপাল কলকাতা, 20 মার্চ: দিনহাটার রাজনৈতিক পরিস্থিতি যাচাই করতে দিনহাটা গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ আজ দুপুরে কলকাতা বিমানবন্দর থেকে শিলিগুড়ি রওনা দেওয়ার আগে জানালেন, গতকালের ঘটনার পর স্পষ্ট সেখানকার রাজনৈতিক পরিবেশ ভালো নয় ৷ তিনি সেটাই দেখতে যাচ্ছেন ৷ উল্লেখ্য, মঙ্গলবার রাতে দিনহাটায় নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহর মধ্যে হাতাহাতিকে কেন্দ্র করে পরিস্থিতি রণক্ষেত্র হয়ে ওঠে ৷ এমনকী রাজ্য ও কেন্দ্রীয় মন্ত্রীর রক্ষীদের মধ্যেও হাতাহাতি হয় বলে অভিযোগ ৷
তবে, নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হওয়ায় আইনশৃঙ্খলার বিষয়টি পুরোপুরি ভারতের নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে ৷ যা নিয়ে রাজ্যপাল জানিয়েছেন, তিনি কমিশনের কাজে হস্তক্ষেপ করবেন না ৷ রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে তিনি পরিস্থিতি যাচাইয়ের জন্য যাচ্ছেন ৷ পাশাপাশি, রাজ্য পুলিশের নবনিযুক্ত ডিজিপি সঞ্জয় মুখোপাধ্যায়ের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন তিনি ৷ সেই রিপোর্টের অপেক্ষায় রয়েছেন বলে জানালেন সিভি আনন্দ বোস ৷
রাজ্যপাল বলেন, "আমি নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করব না ৷ আমরা নির্বাচনের সময় হিংসা হতে দিতে পারি না ৷ গত পঞ্চায়েত নির্বাচনের সময় ওখানে (দিনহাটা) হিংসা হয়েছিল ৷ এটা আবার ঘটতে দেওয়া যায় না ৷ সেই প্রতিশ্রুতি পালন করা উচিত ৷ যেখানেই হিংসা হবে, সেখানেই আমি থাকব ৷ আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই ৷ যেখানে হিংসা হবে, সেই ঘটনাস্থল পরিদর্শন করব ৷ আক্রান্ত সবপক্ষের সঙ্গে দেখা করব ৷"
অভিযোগ উঠেছে, দিনহাটার মাঝ রাস্তায় মঙ্গলবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহের মধ্যে হাতাহাতি হয় ৷ নিশীথের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ৷ এমনকী উদয়ন গুহ অভিযোগ করেছেন, কোচবিহারের বিজেপি প্রার্থী তাঁর গায়েও হাত তুলেছেন ৷ এই অভিযোগকে কেন্দ্র করে বর্তমানে থমথমে পরিস্থিতি কোচবিহারের দিনহাটায় ৷ প্রতিবাদে তৃণমূলের তরফে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ৷ পালটা বিজেপি পুলিশ সুপারের অফিস ঘেরাও করার কথা জানিয়েছে ৷ নিশীথ-সহ 45 জনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূলের তরফে ৷
আরও পড়ুন:
- দিনহাটায় নিশীথ প্রামাণিক-সহ 45 জনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের তৃণমূলের
- নিশীথ-উদয়ন সংঘর্ষ! রাজ্যের কাছে রিপোর্ট চাইলেন রাজ্যপাল
- নিশীথ-উদয়নের 'সংঘর্ষ', রণক্ষেত্র দিনহাটায় মাথা ফাটল এসডিপিও'র