শাহজাহান ইস্যুতে মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের কলকাতা, 29 জানুয়ারি: 24 দিন কেটে গেলেও অধরা শেখ শাহজাহান । সন্দেশখালির এই তৃণমূল নেতাকে নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । সোমবার দুপুরে বালিগঞ্জ আর্মি পাবলিক স্কুলে 'পরীক্ষা পে চার্চা' অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি ৷ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের সাংবিধানিক প্রধান বলেন, "শাহজাহান গ্রেফতার হবেই, এটা শুধু কথা নয়, দায়বদ্ধতা ৷" কিন্তু সব কিছু তাড়াহুড়ো করে হয় না ৷ সময় সাপেক্ষ ব্যাপার ৷ সে কথাও উল্লেখ করেন সিভি আনন্দ বোস । তাঁর কথায়, "দুনিয়াতে সব ধীরে ধীরে হয় । ইডি শেখ শাহজাহানকে সমন করেছে । আমার কাছে এসেছিল, তৈরি থাকতে বলেছি । আইন অনুযায়ী গ্রেফতার হবেই । এখানে রাজ্যপালের সন্তুষ্টির কোনও বিষয় নেই, আইনরক্ষা গুরুত্বপূর্ণ ।"
তবে আইনরক্ষায় তিনি যে সর্বদা চেষ্টা করছেন তা আগেই জানিয়েছেন রাজ্যপাল । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করেছেন তিনি । দিন কয়েক আগেই রাজ্যপাল বলেছিলেন, "শাহজাহান ইস্যুতে আমার সাংবিধানিক সহকর্মীর (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) সঙ্গে কথা হয়েছে । কিন্তু কী কথা হয়েছে তা বলবো না । তবে আইন আইনের পথে চলবে ।"
এর আগেই গত 12 জানুয়ারি শেখ শাহজাহান নিয়ে রাজ্যের ব্যাখ্যায় সন্তুষ্ট বলে জানিয়ে ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । মুখ্যসচিব বিপি গোপালিকা, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে রাজভবনে বোস বৈঠক করেন । টানা এক ঘণ্টারও বেশি বৈঠকে সন্দেশখালি নিয়ে নানা বিষয়ে আলোচনা হয় । সেদিনই রাজ্যপাল বলেছিলেন, "রাজ্যের শীর্ষ পদাধিকারীরা আমাকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন । তা এখনই প্রকাশ্যে আনা সম্ভব নয় । কিছু জ্বলন্ত ইস্যুর কথাও তাঁরা আমাকে জানিয়েছেন । আমি বিষয়টি গোপন রাখতে চাই । আমার বক্তব্য রেকর্ডে আছে এবং কেন বিলম্ব হচ্ছে তা আমাকে ব্যাখ্যা করা হয়েছে । যেহেতু তদন্ত চলছে, আমি চাই না বিস্তারিত প্রকাশ করতে।"
সন্দেশখালির ঘটনায় শেখ শাহজাহান কেন এখনও গ্রেফতার হল না এবং তাঁর গতিবিধির ইতিহাস-সহ বিস্তারিত তথ্য রাজ্য প্রশাসনের কাছে আগেই জানতে চেয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । তারপরেই সিআইএসএফ বিএসএফ এনআইএ-সহ একাধিক কেন্দ্রীয় সংস্থার পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি ৷ এই বৈঠকের পরে রাজভবনে ইডি কর্তার আগমন ঘটে। তাঁর সঙ্গেও আলোচনা হয় রাজ্যপালের। তবে রাজ্য প্রশাসনের সঙ্গে রাজ্যপালের মূলত পাঁচটি বিষয়ে কথা হয় । সেগুলি হল, রেশন কেলেঙ্কারিতে ব্যবস্থা নেওয়া, শেখ শাহজাহানকে গ্রেফতার না করার কারণ ৷ এর পাশাপাশি শেখ শাহজাহানের অবস্থান থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষা এবং সন্দেশখালিকাণ্ডে পুলিশের ভূমিকাও নিয়েও আলোচনা হয়েছে বলে খবর।
আরও পড়ুন:
- শাহজাহানের গ্রেফতারিতে বিলম্ব! রাজ্যের ব্যাখ্যায় সন্তুষ্ট রাজ্যপাল
- ইডি আধিকারিকদের সঙ্গে গোপন বৈঠকের পর রাজ্যের কাছে পাঁচ দফা রিপোর্ট তলব রাজ্যপালের
- তিন মিনিটের ফোনে তদন্তকারী আধিকারিকদের উপর হামলার ছক শাহজাহানের ?