কলকাতা, 14 ফেব্রুয়ারি: ‘‘মাসিমা একটু খাওয়ার জল দেবেন’’, এমন অনুরোধ শুনে সাহায্যের জন্য বাড়ির দরজা খুলে দিয়েছিলেন মধুমিতা মিত্র ৷ কিন্তু সেই উপকারের পদক্ষেপ যে তাঁর জন্য বিপদ ডেকে আনতে চলেছে, তা ঘুণাক্ষরেও টের পাননি বছর 68-র ওই মহিলা ৷ যার খেসারত হিসেবে সোনার গয়না ও নগদ টাকা খোয়াতে হয়েছে তাঁকে ৷ পুরো ঘটনাটাই ঘটানো হয়েছে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর মাধ্যমে ৷
পুলিশের কাছে অন্তত ওই বৃদ্ধা এমনটাই জানিয়েছেন ৷ বৃহস্পতিবার রাত সাড়ে 12টা নাগাদ তিনি কলকাতার বড়তলা থানায় অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগে তিনি জানান, দুষ্কৃতীরা তাঁর বেশ কিছু সোনার গয়না ও কয়েক লক্ষ টাকা লুঠ করে নিয়ে গিয়েছে৷ ঘটনাটি বুধবার ঘটেছে ৷
তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ ৷ কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন, ‘‘এই ঘটনায় সোনা, লক্ষাধিক টাকা লুঠ হয়েছে । এই ঘটনার তদন্তে নেমেছেন লালবাজারের গোয়েন্দারা ৷"
বুধবার ঘটনাটি ঠিক কী ঘটেছিল ?
ওই বৃদ্ধার অভিযোগ, সেন্ট্রাল অ্যাভিনিউতে কয়েকজন এসে তাঁর কাছে জল খেতে যান ৷ তিনি দরজা খোলেন জল দেওয়ার জন্য ৷ দরজা খুলতেই তাঁকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয় ৷ স্বাভাবিকভাবে তিনি ভয় পেয়ে যান ৷ সেই সুযোগে ওই দুষ্কৃতীরা বাড়ির ভেতরে ঢুকে পড়েন ৷ লুঠপাট চালিয়ে চলে যান ৷
ওই বৃদ্ধার সঙ্গে একজন পরিচারক ও কেয়ারটেকার থাকেন ৷ তাঁরা সেই সময় বাড়িতে ছিলেন কি না, সেই বিষয়টি স্পষ্ট হয়নি ৷ তাই তাঁদের দিকেই প্রাথমিকভাবে সন্দেহের তির গিয়েছে পুলিশের ৷ শুক্রবার সকালে তাঁদের দু’জনকেই থানায় ডাকা হয় ৷ পুলিশ জানিয়েছে যে ওই দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ তথ্যপ্রমাণ পেলে গ্রেফতারও করা হতে পারে ৷
এদিন ঘটনাস্থলে যান তদন্তকারী আধিকারিকরা ৷ কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ফরেনসিক বিশেষজ্ঞরাও ছিলেন । চারপাশের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেন তদন্তকারীরা । সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ ৷ পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে, বুধবারের ঘটনার অভিযোগ কেন বৃহস্পতিবার দায়ের করা হল !