পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অপহরণের নাটক, বাবার কাছে মুক্তিপণ চেয়ে প্রেমিককে দিয়ে ফোন - Girl scripts kidnapping - GIRL SCRIPTS KIDNAPPING

Girl scripts kidnapping Drama: প্রেমিককে সঙ্গে নিয়ে অপহরণের নাটক ৷ বাবার কাছ থেকে 5 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে প্রেমিককে ফোন করিয়ে শ্রীঘরে যুগল ৷

Girl scripts kidnapping
অপহরণের নাটক (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2024, 11:10 AM IST

আসানসোল, 25 সেপ্টেম্বর:মেয়ে যে এমন কাণ্ড ঘটাতে পারে, তা স্বপ্নেও ভাবতে পারেননি আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত দিলদার নগরের এক বাসিন্দা ৷ বুধবার সন্ধ্যার পর তিনি একটি ফোন পান মেয়ের মোবাইল থেকে। সেই ফোনে এক পুরুষ কণ্ঠস্বর তাঁকে জানায় যে, তাঁর মেয়েকে অপহরণ করা হয়েছে ৷

ফোনে আরও জানানো হয়, 5 লক্ষ টাকা সকালের মধ্যে না-পেলে তার মেয়েকে বিক্রি করে দেওয়া হবে ৷ আর এই ফোন পেয়েই উদ্বিগ্ন বাবা আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ জানাতে যান। আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে মোবাইল ফোন ট্র্যাক করে ওই যুবতী এবং তার প্রেমিককে আটক করেছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবতী নিজের বাবার কাছ থেকে টাকা হাতানোর জন্যই এমন নাটক করেছিল ৷

আসানসোল দিলদার নগরের বাসিন্দা বছর একুশের ওই যুবতী নার্সিং ট্রেনিং করছেন। প্রতিদিনই সকাল 11টায় বাড়ি থেকে তিনি বেরিয়ে যেতেন নার্সিং প্রশিক্ষণের জন্য ৷ বাড়ি ফিরেন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ৷ কিন্তু গতকাল তিনি বিকেল সাড়ে পাঁচটা পেরিয়ে গেলেও বাড়ি ফেরেননি ৷ ফলে পরিবারের লোকজন চিন্তা শুরু করেন।

সন্ধ্যায় মেয়ের ফোন থেকেই তাঁর বাবার কাছে একটি ফোন আসে ৷ এক পুরুষ কণ্ঠস্বর জানায় যে, তাঁদের মেয়েকে অপহরণ করা হয়েছে ৷ মঙ্গলবার সকালের মধ্যেই 5 লক্ষ টাকা দিতে হবে ৷ না-হলে তাঁর মেয়েকে বিক্রি করে দেওয়া হবে ৷ এই ফোন পেয়ে বাড়ির লোক ভয় পেয়ে যান ৷ তারা আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷ পুলিশ ঘটনার তদন্ত নেমে ফোন ট্র্যাক করে কলকাতা থেকে মঙ্গলবার ভোরবেলা ওই যুবতী ও তাঁর প্রেমিককে আটক করে ৷ পুলিশ তাদের থানায় জিজ্ঞাসাবাদ করতেই অপহরণের নাটক সামনে আসে ৷

আসানসোল দক্ষিন থানার পুলিশ জানিয়েছে, ওই যুবতী তাঁর প্রেমিককে সঙ্গে নিয়ে বাবার কাছ থেকে 5 লক্ষ টাকা হাতানোর জন্যই এমন অপহরণের নাটক সাজিয়েছিল ৷ ওই যুবতীর গোপন জবানবন্দি রেকর্ড করার জন্য ওই যুবতীকে আসানসোল আদালতে নিয়ে যাওয়া হয়।।

ABOUT THE AUTHOR

...view details