পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সুরক্ষা অথৈ জলে ! যাত্রী বোঝাই নৌকায় চলছে গ্যাস-ভরা সিলিন্ডারের পারাপার - LPG Cylinders on Passenger Boats - LPG CYLINDERS ON PASSENGER BOATS

Passenger Boats Carrying LPG Cylinders: যাত্রী সুরক্ষার কোনও বালায় নেই ! যাত্রী বোঝাই নৌকাতেই নদী পারাপার করছে গ্যাস ভর্তি সিলিন্ডার ৷ দিনের পর দিন একই দৃশ্য দেখা যায় দক্ষিণ 24 পরগনার পাথরপ্রতিমায় ৷ যাত্রীদের দাবি, শীঘ্রই ব্যবস্থা নিক প্রশাসন ৷ তা না হলে যে কোনও দিন ঘটে যেতে পারে বড় কোনও দুর্ঘটনা ৷

Passenger Boats Carrying LPG Cylinders
যাত্রী নৌকায় পারাপার গ্যাস ভর্তি সিলিন্ডারের (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 14, 2024, 7:07 AM IST

পাথরপ্রতিমা, 13 জুলাই: নৌকা করে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে নিয়ে যাওয়া হচ্ছে শতাধিক গ্যাস ভর্তি সিলিন্ডার ৷ যাত্রীরাও রয়েছেন একই নৌকায় ৷ যাত্রীদের নিরাপত্তার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে দিনের পর দিন ঝুঁকিপূর্ণ যাত্রার এই ছবি দেখা যায় দক্ষিণ 24 পরগনার পাথরপ্রতিমা ব্লকের একাধিক জনবহুল এলাকায় ৷

যাত্রী বোঝাই নৌকায় চলছে গ্যাস-ভরা সিলিন্ডার (ইটিভি ভারত)

পাথরপ্রতিমা নদী বহুল এলাকা ৷ প্রায় 9টি দ্বীপ রয়েছে ৷ এলাকার প্রতিটি বাড়িতে রয়েছে গ্যাসের কানেকশন ৷ আর সেই গ্যাস সিলিন্ডারগুলি নিয়ে যাওয়ার জন্য একমাত্র মাধ্যম নৌকা ৷ আবার এই নৌকার মাধ্যমেই যাতায়াত করেন এলাকাবাসীরা ৷ নৌকাগুলি রামগঙ্গা, পাথরপ্রতিমা, বিরাটের বাজার থেকে যখন দ্বীপে পৌঁছয়, তখন দেখা যায় নৌকার উপরে রাখা গ্যাস সিলিন্ডারগুলি ৷ নীচে থাকেন যাত্রীরা ৷ কোনও কোনও সময় এই সমস্ত সিলিন্ডার বোঝাই নৌকাগুলিতে থাকে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকারাও ৷ ফলে সিলিন্ডার বোঝাই নৌকায় যাতায়াত করার ক্ষেত্রে যাত্রীদের নিরাপত্তায় প্রশ্ন থেকে যায় ৷

যাত্রীদের অভিযোগ, যদি মাঝ নদীতে সিলিন্ডার ফেটে কোনও রকম দুর্ঘটনা ঘটে, তাহলে বড় বিপদে পড়বেন যাত্রীরা । নৌকাতে ধূমপান চলার পাশাপাশি ইঞ্জিন দিয়ে বের হয় ধোঁয়া ৷ আর সেই ইঞ্জিনের পাশেই রাখা থাকে গ্য়াস ভর্তি সিলিন্ডারগুলি ৷ স্বাভাবিকভাবে যাত্রীদের সুরক্ষা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন ৷ সামান্য টাকার জন্য বহু মানুষের জীবন বিপন্ন হতে পারে ।

যাত্রীদের দাবি, অন্য নৌকায় নিয়ে যাওয়া হোক গ্যাস সিলিন্ডারগুলি ৷ এই বিষয়ে পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজবাহাদুর সিং বলেন, "গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়া বারণ রয়েছে ৷ তা সত্ত্বেও একই কাজ হচ্ছে দিনের পর দিন । প্রশাসনকে জানানো হয়েছে ৷ শীঘ্রই এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে ৷

ABOUT THE AUTHOR

...view details