পাথরপ্রতিমা, 13 জুলাই: নৌকা করে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে নিয়ে যাওয়া হচ্ছে শতাধিক গ্যাস ভর্তি সিলিন্ডার ৷ যাত্রীরাও রয়েছেন একই নৌকায় ৷ যাত্রীদের নিরাপত্তার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে দিনের পর দিন ঝুঁকিপূর্ণ যাত্রার এই ছবি দেখা যায় দক্ষিণ 24 পরগনার পাথরপ্রতিমা ব্লকের একাধিক জনবহুল এলাকায় ৷
পাথরপ্রতিমা নদী বহুল এলাকা ৷ প্রায় 9টি দ্বীপ রয়েছে ৷ এলাকার প্রতিটি বাড়িতে রয়েছে গ্যাসের কানেকশন ৷ আর সেই গ্যাস সিলিন্ডারগুলি নিয়ে যাওয়ার জন্য একমাত্র মাধ্যম নৌকা ৷ আবার এই নৌকার মাধ্যমেই যাতায়াত করেন এলাকাবাসীরা ৷ নৌকাগুলি রামগঙ্গা, পাথরপ্রতিমা, বিরাটের বাজার থেকে যখন দ্বীপে পৌঁছয়, তখন দেখা যায় নৌকার উপরে রাখা গ্যাস সিলিন্ডারগুলি ৷ নীচে থাকেন যাত্রীরা ৷ কোনও কোনও সময় এই সমস্ত সিলিন্ডার বোঝাই নৌকাগুলিতে থাকে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকারাও ৷ ফলে সিলিন্ডার বোঝাই নৌকায় যাতায়াত করার ক্ষেত্রে যাত্রীদের নিরাপত্তায় প্রশ্ন থেকে যায় ৷