পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

4 মার্চ রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, থাকছে ঠাসা কর্মসূচি

ECI in Bengal Before Lok Sabha Election 2024: আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে 4 মার্চ বঙ্গে আসছেন জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার-সহ 12 জন নির্বাচনী আধিকারিক ৷ কী কী কর্মসূচি রয়েছে তাঁদের ? জানতে পড়ুন সমগ্র প্রতিবেদন ৷

By ETV Bharat Bangla Team

Published : Feb 9, 2024, 7:59 AM IST

Updated : Feb 9, 2024, 9:22 AM IST

ETV Bharat
রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশন

কলকাতা, 9 ফেব্রুয়ারি: আগামী মাসের প্রথম সপ্তাহেই রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ । বিজ্ঞপ্তি জারি করে বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন ৷ আগামী 4 মার্চ দু'দিনের সফরে আসছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার-সহ 12 জন নির্বাচনী আধিকারিক । নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতেই এই সফর বলে জানিয়েছে কমিশন ৷

আগামী 4 মার্চ সন্ধে 7টা 40 মিনিট নাগাদ দমদম বিমানবন্দরে এসে পৌঁছবেন তাঁরা । এরপর আগামী 5 মার্চ সোমবার সকাল থেকেই দফায় দফায় বৈঠক রয়েছে তাঁদের । ওইদিন সকাল সাড়ে ন'টা থেকে বেলা সাড়ে 11টা পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন রাজীব কুমার এবং অন্যান্য আধিকারিকরা । এই বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাব-সহ কমিশনের অন্যান্য আধিকারিকরাও উপস্থিত থাকবেন । ওই দিনই বেলা সাড়ে 11টা থেকে সন্ধে 7টা পর্যন্ত সমস্ত ইলেকশন অফিসার, এসপি, সিপি, ডিভিশনাল কমিশনার এবং আইজিদের সঙ্গে বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ।

দ্বিতীয় দিন অর্থাৎ, 6 মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ন'টা থেকে বেলা 11টা পর্যন্ত মুখ্য নির্বাচন কমিশন বৈঠক করবেন সমস্ত নোডাল পুলিশ আধিকারিক, সিপিএফ নোডাল আধিকারিকদের সঙ্গে । এরপর বেলা 11টা থেকে 1টা পর্যন্ত এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক চলবে কমিশনের ফুল বেঞ্চের । বেলা 2টো থেকে 3টে পর্যন্ত রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপির সঙ্গে বৈঠক রয়েছে । এরপর 4টে থেকে 5টা পর্যন্ত সাংবাদিক বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশন ৷ সেখানেই জানানো হবে, বিগত দু'দিনে ঠিক কী কী হল ৷ কতটা কাজ এগোলো ৷ সবশেষে এদিনই সন্ধে 6টা 45 মিনিটে আবার দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্য নির্বাচন কমিশন-সহ আধিকারিকরা ৷

Last Updated : Feb 9, 2024, 9:22 AM IST

ABOUT THE AUTHOR

...view details