কলকাতা, 14 জানুয়ারি: বছর ঘুরতেই গার্ডেনরিচের ঘটনার পুনরাবৃত্তি ! চারতলা বাড়ি ভিত থেকে উপড়ে হেলে গেল পাশের বাড়ির দিকে ৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার কলকাতা পুরনিগমের 99 নম্বর ওয়ার্ডের অধীন যাদবপুরে বিদ্যাসাগর কলোনিতে ৷
কলকাতা পুরনিগম সূত্রে জানা গিয়েছে, এটি ফ্ল্যাট বাড়ি । কয়েক মাস আগেই বাড়িটি হেলে গিয়েছিল । তারপরেই ফ্ল্যাটের বাসিন্দারা বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান । তবে প্রযুক্তির সাহায্যে বাড়িটি সোজা করার কাজ চলছিল । সেই কাজ চলাকালীন আচমকাই মঙ্গলবার দুপুরে পুরোপুরি হেলে পড়ে বাড়িটি । বাড়ির একতলার নীচের অংশ ভেঙে যায় । মনে করা হচ্ছে, জলাজমি বুজিয়ে বাড়িটি তৈরি করা হয়েছিল । এই ঘটনায় রাতের দিকে নেতাজি নগর থানা একটি স্বত:প্রণোদিত মামলা দায়ের করেছে বলে পুলিশ সূত্রে খবর।
দেখুন বাড়ি হেলে যাওয়ার মুহূর্তের হাড়হিম ভিডিয়ো (ইটিভি ভারত) স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 2010 সালে বাড়িটি তৈরি শুরু হয় ৷ প্রোমোটার সুভাষ সাহা 2016 সালে বিক্রি করেন চারটি ফ্ল্যাট ৷ দুই-তিন মাস আগে বাড়িটি হেলে যায় ৷ প্রোমোটারকে জানালে তিনি বলেন, তিনি মেরামত করে দেবেন ৷ মাস দেড়েক আগে শুরু হয় সেই বাড়ি মেরামতের কাজ । প্রযুক্তির সাহায্যে বাড়ি সোজা করার কাজ শুরু হয় । বাড়ি ফাঁকা করেই কাজ হচ্ছিল । আজ দুপুরবেলায় সশব্দে ভিত উপড়ে হেলে পড়ে বাড়িটি ।
গার্ডেনরিচের ঘটনার পুনরাবৃত্তি যাদবপুরে (নিজস্ব ছবি) যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দেবব্রত মজুমদার বলেন, "এই বাড়িটা 10-12 বছরের পুরনো বাড়ি ৷ বাড়ি হেলে যাওয়ার ঘটনা আগেই ঘটেছিল ৷ বাড়িটি ঠিক করার জন্য হরিয়ানার কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছিল ৷ তারা বাড়িটি মেরামতের কাজ করছিল ৷ সবাই ভাড়া বাড়িতে চলে গিয়েছে ৷ তাই বড় কোনও ঘটনা ঘটেনি ৷ কোনও অনুমতি না নিয়ে কেন এরকম মেরামতের কাজ হচ্ছিল জানি না ৷ বাড়ি তৈরির সময় পুরনিগমের কাছে অনুমতি নেওয়া হয়েছিল বলে মনে হয় না ৷ এই বাড়ির একটা অংশে জলা ছিল ৷ আগে হয়তো জলা বোজানো হয়েছিল ৷"
ভেঙে গিয়েছে বাড়ির নীচের অংশ (নিজস্ব ছবি) স্থানীয় বাসিন্দা দীপ্তি সরকারের কথায়, "আমরা খেতে বসেছিলাম, মড়মড় আওয়াজ শুনে ছুটে আসি ৷ এসে দেখি বাড়িটা ডানদিকে হেলে যাচ্ছে ৷ আগে বাড়িতে থাকতো, এখন সকলে ভাড়া চলে গিয়েছে ৷ হেলে গিয়েছিল বলে বাড়িটি সোজা করছিল ৷ খালের উপর বাড়ি করা হয়েছে ৷" আরেক স্থানীয় বাসিন্দা প্রশান্ত সাহা বলেন, "খুব আতঙ্কে আছি ৷ পাশেই আমাদের বাড়ি ৷ আমাদের এখানেই থাকতে হবে ৷ বাড়ি ছেড়ে আর কোথায় যাব ৷ জলাজমি বুজিয়ে এখানে ফ্ল্যাট করা হয়েছে ৷ তার পরিণতি আজকের ঘটনা ৷"
জলাজমি বুজিয়ে ফ্ল্যাট করার অভিযোগ (নিজস্ব ছবি) 99 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দেবাশিস মুখোপাধ্যায় বলেন, "আমাদের সময়ে বেআইনিভাবে কোনও বিল্ডিং করতে দিইনি ৷ তৃণমূলের সময়ে এই বাড়িটি হয়েছে ৷ আজকে ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারত ৷ হতাহতের ঘটনা ঘটেনি এটাই রক্ষা ৷ এটা উদ্বাস্তু অঞ্চল ৷ জলাভূমি বুজিয়ে বাড়ি হয়েছে ৷ উপযুক্ত নির্মাণের নিয়ম না মেনে বিল্ডিং করার ফলে এই ঘটনা ঘটেছে ৷"
উল্লেখ্য, গার্ডেনরিচ এলাকার নির্মীয়মাণ বহুতল ভেঙে প্রাণ হারিয়েছিলেন 13 জন । গত বছর মার্চে ঘটেছিল সেই ভয়ঙ্করকাণ্ড । সেই একইরকম ঘটনা এবার ঘটল যাদবপুরে ৷