আসানসোল, 19 ফেব্রুয়ারি: বিহারীনাথ পাহাড়ে যুবতীকে গণধর্ষণের ঘটনায় চার অভিযুক্তের আত্মসমর্পণ ৷ বুধবার দুপুরে নিজেরা আসানসোল সিজিএম আদালতে এসে আত্মসমর্পণ করে তারা । এরপর পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হয় । কিন্তু সেই প্রক্রিয়ায় ত্রুটি থাকায় বিচারক অভিযুক্তদের জেল হেফাজতে পাঠান । পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন নিয়ে পরবর্তীকালে শুনানি হবে বলে জানান অভিযুক্তদের আইনজীবী ।
গত 14 ফেব্রুয়ারি বাঁকুড়ার বিহারীনাথ পাহাড়ে একটি রিসর্টে এক যুবতীকে গণধর্ষণ করার অভিযোগ ওঠে চার যুবকের বিরুদ্ধে । ওই যুবতী দুর্গাপুরের আমড়াই এলাকার বাসিন্দা । মামারবাড়িতে থেকে আসানসোল গার্লস কলেজে পড়াশোনা করত ওই যুবতী । তৃতীয় বর্ষের ছাত্রী ওই যুবতীর সঙ্গে ইনস্টাগ্রামে এক যুবকের আলাপ হয় । অভিযোগ, সেই যুবক ফুঁসলিয়ে যুবতীকে বাঁকুড়ার বিহারীনাথ পাহাড়ে বেড়াতে নিয়ে যায় । যুবতীর সঙ্গে তার মামাতো বোনেরা ছিল এবং যুবকের সঙ্গে তার আরও তিন বন্ধু ছিল । অভিযোগ, বিহারীনাথ পাহাড়ের একটি রিসর্টে মাদক খাইয়ে যুবতীকে গণধর্ষণ করা হয় । বাড়ি ফিরে যুবতী অসুস্থ হয়ে পড়লে জানাজানি হয় ঘটনাটি । নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে আসানসোল মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয় । এই ঘটনার পরে রাজনৈতিক রং লাগে ।