পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত প্রয়াত

বারাণসীর একটি অনুষ্ঠানে গিয়ে অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে ভর্তি হন ৷ সেখানেই শনিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷

Pankaj Dutta
রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত প্রয়াত (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2024, 8:34 PM IST

কলকাতা, 30 নভেম্বর: দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর প্রয়াত হলেন রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত । জানা গিয়েছে, তিনি বারাণসীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শনিবার ।

জানা গিয়েছে, উত্তর প্রদেশের বারাণসীর একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন পঙ্কজ দত্ত । গত 23 অক্টোবর কলকাতা থেকে বারাণসীতে গিয়েছিলেন তিনি । বারাণসীর অনুষ্ঠানেই সেরিব্রাল অ্যাটাক হয় পঙ্কজ দত্তের । তার পর তাঁকে সেখানকার হাসপাতালে ভর্তি করা হয় ৷

তিনি রাজ্য পুলিশের একাধিক জেলায় কাজ করে এসেছেন । সাফল্যের সঙ্গে তিনি একাধিক অপরাধের ঘটনার তদন্তে সাফল্য এনেছিলেন । তাঁর মৃত্যুর খবর পেয়ে অনেকেই সোশাল মিডিয়ার মাধ্যমে শোক প্রকাশ করেন ।

উল্লেখ্য, অবসরজীবনে রাজ্যের বিভিন্ন ইস্যুতে পঙ্কজ দত্তকে সরব হতে দেখা গিয়েছে ৷ বিশেষ করে রাজ্য সরকারের সমালোচনা তাঁর মুখে বেশি শোনা যেত৷ তবে সম্প্রতি তিনি বিতর্কে জড়িয়ে পড়েন ৷ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে তিনি একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন ৷ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠান মঞ্চে তিনি ওই বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে ৷

তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলা হয় যে তিনি আরজি কর-কাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে যৌনকর্মীদের অপমান করে মন্তব্য করেছেন ৷ এই নিয়ে কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়৷ তদন্ত শুরু করা হয় কলকাতা পুলিশের তরফে ৷ তদন্তকারীরা তাঁকে তলব করেন৷ তাঁকে এই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ বয়ানও রেকর্ড করা হয় ৷

সেই বিতর্কের রেশ কাটার আগেই উত্তর প্রদেশের বারাণসীতে একটি অনুষ্ঠানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ৷ ভর্তি হন হাসপাতালে ৷ একমাসের বেশি সময় তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন ৷ শনিবার সেখানেই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন ৷

ABOUT THE AUTHOR

...view details