পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রয়াত কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র ইকবাল আহমেদ - Iqbal Ahmed - IQBAL AHMED

Iqbal Ahmed Died At 68: দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত কলকাতার প্রাক্তন উপ-মহানাগরিক ইকবাল আহমেদ ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 68 বছর ৷ শুক্রবার সন্ধ্যায় নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ৷

Iqbal Ahmed
ইকবাল আহমেদ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 31, 2024, 9:04 PM IST

Updated : May 31, 2024, 10:11 PM IST

কলকাতা, 31 মে: প্রয়াত কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র ইকবাল আহমেদ ৷ দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার সন্ধ্যায় নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন খানাকুলের এই প্রাক্তন তৃণমূল বিধায়ক ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 68 বছর ৷ রাজনীতি ছাড়াও কলকাতা ময়দানের সঙ্গে তাঁর ছিল গভীর যোগাযোগ। মহমেডান স্পোর্টিং তাঁকে মাঠ সচিব থেকে শুরু করে সহকারী সচিব হিসেবে পেয়েছে।

ইকবালের জন্ম 1956 সালে ৷ তৃণমূল কলকাতার কর্পোরেশনের ক্ষমতায় এলে 62 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হন ৷ সেইসঙ্গে 7 নম্বর বোরোর চেয়ারম্যানও ছিলেন ইকবাল আহমেদ ৷ পরবর্তী সময়ে কলকাতা কর্পোরেশনের উপমহানাগরিক ফরজনা আলম চৌধুরীর আকস্মিক মৃত্যুর তাঁকে সেই দায়িত্ব দেওয়া হয় ৷ খানাকুল বিধানসভা কেন্দ্র থেকে 2011 এবং 2016 সালে তৃণমূলের পতাকায় বিধায়ক হিসেবে নির্বাচিত হন ইকবাল আহমেদ ৷ দাদা সুলতান আহমেদ ছিলেন তৃণমূল কংগ্রেসের উলুবেড়িয়া কেন্দ্রের সাংসদ । তাঁর মৃত্যুর পর স্ত্রী সাজদা আহমেদ ওই আসন থেকে জিতে সাংসদ হন ।

বেশ কয়েক বছর আগে সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হন তিনি ৷ তারপর থেকেই তিনি প্রায় শয্যাশায়ী হয়ে পড়েন । মাঝে মধ্যে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হত তাঁকে । তবে বেশ কয়েক বছর তিনি বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন । তাঁর স্ত্রী, এক ছেলে ও মেয়ে আছেন । মেয়ে সানা আহমেদ বর্তমানে 62 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং 7 নম্বর বোরোর চেয়ারম্যান ।

ইকবাল আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম । তিনি বলেন, "ইকবাল আহমেদ আমাদের দীর্ঘদিনের সঙ্গী ছিলেন । আমাদের বোর্ডের ডেপুটি মেয়র ছিলেন । দীর্ঘদিন অসুস্থ ছিলেন । তাঁর মৃত্যুতে আমি অত্যন্ত শোকাহত । দীর্ঘদিন ইকবালের সঙ্গে কাজ করেছি ৷"

শুধু রাজনৈতিক মহলেই নয় ৷ ইকবাল আহমেদের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে খেলার জগতেও ৷ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে মহমেডান স্পোর্টিং-এর সচিব ইস্তেয়াক রাজু আহমেদ বলেন, "আমরা একজন অভিভাবককে হারালাম । সুলতানদা যখন ক্লাবের দায়িত্ব নিয়েছিলেন তখন আমি এবং ইকবালদা একসঙ্গেই মাঠ করতে আসি । আমি ছিলাম ফুটবল সচিব । ইকবালদা ছিলেন গ্রাউন্ড সচিব । কিন্তু দল নিয়ে ওঁর আবেগ ছিল সবচেয়ে বেশি । দলের সুখে দুঃখে ইকবালদা ছিলেন ছাতার মতো। ফুটবলারদের নিজের ভাইয়ের মতো স্নেহ করতেন । এতবড় মনের মানুষের মৃত্যুতে মহমেডান ক্লাবের বড় ক্ষতি হয়ে গেল । ম্যাচের সময় ডাগ আউটে বসে ওনার ইনভলমেন্ট ছিল দেখার মতো । আমাকে রাজনীতিতেও নিয়ে এসেছিলেন ইকবাল দা । সত্যিই মনটা খারাপ হয়ে গেল । ক্লাবে আজ পতাকা অর্ধনমিত থাকবে । ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে তাঁকে ।"

Last Updated : May 31, 2024, 10:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details