কুলতলি, 7 জানুয়ারি: পায়ের ছাপ মিললেও দক্ষিণরায় সামনাসামনি দেখা দেননি ৷ সতর্ক রয়েছে বন দফতর ও পুলিশ ৷ বাঘকে বন্দি করতে মঙ্গলবার দেওয়া হল ছাগলের টোপ ৷ নতুন করে জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে জঙ্গলের ধার ৷ বাঘ ধরতে তৈরি করা হয়েছে 30 জনের দল ৷ তাতেও আতঙ্ক কাটছে না কুলতলিতে ৷
সোমবার সকালে কুলতলির মৈপীঠের কিশোরীমোহনপুরে নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পায় এলাকার মৎস্যজীবীরা ৷ এরপর থেকেই আতঙ্কিত পুরো গ্রাম । মঙ্গলবার সকালে অবস্থান বদলে উত্তর-পূর্বে সরে এসেছেন দক্ষিণরায় ৷ কারণ উত্তর জগদ্দল লাগোয়া নদীর ধারে পায়ের ছাপ মিলেছে ৷ তা দেখেই বাঘের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়ে নতুন করে প্রায় 1 কিলোমিটার এলাকা জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে । বাঘ ধরতে শুরু হয়েছে খাঁচা বসানোর তোড়জোড় । লোকালয় সংলগ্ন এলাকায় বাঘ চলে আসায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা ।