কলকাতা, 25 ফেব্রুয়ারি: যৌনকর্মীদের আন্তর্জাতিক অধিকার দিবস উপলক্ষে 3 মার্চ রবিবার দেশজুড়ে পালিত হবে নানান কর্মসূচি ৷ কলকাতার সোনাগাছিতেও দুর্বার মহিলা সমন্বয় কমিটির নেতৃত্বে ওইদিন জেলার বিভিন্ন প্রান্তের যৌনকর্মীরা একত্রিত হবেন । মিছিল করার পাশাপাশি বঞ্চনা, পুলিশি হয়রানি ও আইনি স্বীকৃতির দাবিতে সোচ্চার হবেন তাঁরা । এদিন সোনাগাছিতে উপস্থিত থাকবেন রাজ্যের একাধিক মন্ত্রী ও বিধায়ক ।
এই বিষয়ে দুর্বার মহিলা সমন্বয় কমিটির সম্পাদিকা বিশাখা লাস্কর জানান, বিগত তিন দশক ধরে সারা পশ্চিমবঙ্গজুড়ে যৌনকর্মীদের স্বাস্থ্য, তাদের সন্তানদের পড়াশোনা, খেলাধুলা, যৌনকর্মী-সহ অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষার লড়াই এবং যৌনপেশায় পাচার প্রতিরোধের লক্ষ্যে নিয়মিত কাজ করে চলেছেন তাঁরা । দেশ-বিদেশের গবেষক ও ছাত্র-ছাত্রীরা সোনাগাছি বা দুর্বার সংগঠনে গবেষণা ও ফিল্ড ওয়ার্কের জন্য আসে । কিন্তু যৌনকর্মীরা আজও সমাজের চোখে অনেকটাই অবজ্ঞার পাত্র । এরই বিরুদ্ধে 3 মার্চ অভিযোগ ও আন্দোলন ।
সম্প্রতি সুপ্রিম কোর্ট যৌন পেশা ও যৌনকর্মীদের নিয়ে কিছু নির্দেশিকা দিয়েছে । সেখানে বলা হয়েছে :
- যৌনকর্মীদের কোনওরকম হেনস্থা করা যাবে না ।
- প্রাপ্তবয়স্ক মহিলা স্বেচ্ছায় যৌন পরিষেবা দিলে তার বিরুদ্ধে অপরাধমূলক মামলা করা যাবে না ।
- যৌনকর্মীদের আইনি সুরক্ষা পাওয়ার অধিকার আছে ।
- কোনও যৌনকর্মী কর্মক্ষেত্রে হেনস্থার শিকার হলে সবরকম আইনি সহায়তা দিতে হবে ।
- পুলিশি অভিযানের সময় যৌনকর্মীদের পরিচয়ের গোপনীয়তা প্রাধান্য দিতে হবে ।
- যৌনকর্মীদের অধিকারগুলি সম্পর্কে তাঁদের সচেতন করতে হবে ।