আলিপুরদুয়ার, 30 জুন: লাগাতার বৃষ্টি এবং হড়পাবানের জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে আলিপুরদুয়ারের জয়গাঁতে ৷ এলাকায় ঘরে ঘরে জল ঢুকে যাওয়ায় বিপদে পড়েছেন স্থানীয় বাসিন্দারা ৷ ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ভারত-ভুটান সীমান্ত এলাকা জয়ঁগাতে ৷ ইতিমধ্যে রাইগাঁও, মঙলাবাড়ি, বৈরবাড়ি, খারখোলা-সহ বিভিন্ন এলাকায় বাসিন্দাদের ঘরে জল ঢুকে গিয়েছে ৷ রাইগাঁও, মঙলাবাড়ি এলাকাগুলিতে ভুটান পাহাড় থেকে জলের সঙ্গে কাদামাটি, পলিও এসে জমা হয়েছে ৷ ফলে ঘরগুলি থেকে জল সরে গেলেও কাদামাটি থেকে যাচ্ছে ৷
ভুটান পাহাড়-জয়গাঁতে লাগাতার বৃষ্টি, হড়পাবানের জেরে বন্যা পরিস্থিতি - Flash Flood in North Bengal
Flash Flood in Jaigaon: লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড় ৷ কোথাও ধস নেমে রাস্তা বন্ধ ৷ কোথাও আবার হড়পাবানের জেরে বন্যা পরিস্থিতি ৷ ঘরে ঢুকে পড়েছে জল থেকে শুরু করে কাদামাটি ৷
Published : Jun 30, 2024, 7:34 PM IST
ভুটান পাহাড় থেকে নেমে আসা যোগীখোলা, খারখোলা-সহ বিভিন্ন নদী ও ঝোরার জল বৃদ্ধি পেয়েছে এবং বিপদ সীমার উপর দিয়ে বইছে ৷ প্রশাসনের পক্ষ থেকে জয়গাঁ স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ে ফ্লাড সেন্টার খোলা হয়েছে ৷ সেখানে আশ্রয় নিয়েছে বন্যা কবলিত প্রায় 35টি পরিবার ৷ এদিন দেবিকা দর্জি নামে এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, "ভোর 4টেয় আমাদের ঘরে জল ঢুকে গিয়েছে ৷ বাধ্য হয়ে জেগে থাকতে হয়েছে ৷ পঞ্চায়েত প্রধান ও সদস্যরা সকালে এসে পরিস্থিতি দেখে গিয়েছেন ৷ অনেকের ঘরেই জল ঢুকেছে ৷ পাহাড় থেকে বালি, পাথর-সহ অনেক কিছু এসেছে ৷"
ভারী বৃষ্টিতে ধস নেমেছে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ৷ রবিবার সকালে লিকুভির, গেইলখোলা, 29 মাইল, বিরিকদাড়া-সহ একাধিক জায়গায় ধস নামে ৷ সেই কারণে 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ করে দেন কালিম্পংয়ের জেলাশাসক ৷ পাশাপাশি, পেশক হয়ে কালিম্পং যেতে আবেদনও করেছেন জেলাশাসক ৷ অন্যদিকে, 10 নম্বর জাতীয় সড়কের পরিবর্তে গরুবাথান, আলগাড়া, লাভা হয়ে সিকিমে যাতায়াতের নির্দেশ দেওয়া হয়েছে ৷