পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঘন কুয়াশায় ঢেকেছে কলকাতা বিমানবন্দর, পিছিয়ে গেল প্রায় 60টি বিমানের উড়ান - FLIGHTS DELAYED AT KOLKATA AIRPORT

ঘন কুয়াশার চাদরে ঢাকা কলকাতা বিমানবন্দর ৷ 50 মিটারের কম দৃশ্যমান্যতা, যার জেরে সোমবার কলকাতা বিমানবন্দর থেকে 60টিরও ফ্লাইট পরিষেবা ব্যাহত ৷

FLIGHTS DELAYED AT KOLKATA AIRPORT
প্রতীকী ছবি (এএনআই)

By ETV Bharat Bangla Team

Published : Jan 6, 2025, 11:30 AM IST

কলকাতা, 6 জানুয়ারি:শীতের দাপট না-থাকলেও রাজ্য ছেয়েছে ঘন কুয়াশায় ৷ কুয়াশায় চাদরে ঢাকা পড়েছে কলকাতা বিমানবন্দর ৷ দৃশ্যমান্যতা কম থাকায় সোমবার কলকাতা বিমানবন্দর থেকে প্রায় 60টির মতো ফ্লাইটের উড়ানের সময় নির্ধারিত সময়ের থেকে পিছিয়ে দেওয়া হয়েছে ৷ জানা গিয়েছে, দৃশ্যমান্যতা 50 মিটারের নীচে নেমে যাওয়ায় বিমান পরিষেবা ব্যাহত হয়েছে ৷

নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের (এনএসসিবিআইএ) কর্তা প্রভাত রঞ্জন বেউরিয়ার মতে, সকাল 7টা 10 মিনিট থেকে 9টা পর্যন্ত কোনও বিমান চলাচল হয়নি ৷ প্রায় 30টি ফ্লাইটের আসা এবং 30টির যাওয়া স্থগিত হয়েছে ৷ এছাড়াও, 5টি বিমান কলকাতায় নামার পরিবর্তে অন্য বিমানবন্দরের উদ্দেশে ঘুরিয়ে দেওয়া হয়েছে। বিমানবন্দরে টার্মিনালে আটকে পড়া যাত্রীদের সুবিধার্থে সমস্ত ব্যবস্থা করা হয়েছে ৷ তিনি বলেন, "সকাল 9টার পর দৃশ্যমানতার অবস্থার উন্নতি হয় এবং আজকরে বিমানবন্দরে আসার প্রথম ফ্লাইটটি ছিল দুবাই থেকে কলকাতার এমিরেটস ফ্লাইট (EK 570)। সেটি 9টা 04 মিনিটে অবতরণ করে।"

পাশাপাশি, ইন্ডিগোর তরফে তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে, সীমিত দৃশ্যমানতার কারণে কলকাতা বিমানবন্দরে ফ্লাইটের আসা-যাওয়া স্থগিত রাখা হয়েছে। আমরা আমাদের বিমানবন্দরের সহায়ক দল এবং ক্রুর মাধ্যমে যথাসম্ভব সহায়তা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে, ঘন কুয়াশার কারণে হাওড়া ও শিয়ালদায় ট্রেন পরিষেবাও ব্য৷হত হয় সকালের দিকে ৷

উল্লেখ্য, আলিপুর আবহাওয়া অফিসের তরফে আজই জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে কলকাতা-সহ বেশকিছু জেলায় কুয়াশার দাপট থাকবে। আগামী দু'দিনে কুয়াশার দাপট আরও বাড়বে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। দৃশ্যমানতা 50 মিটারের কাছাকাছি আসতে পারে, 2-1 জায়গায়। বাকি জেলাতেও ঘন কুয়াশার দাপট থাকবে ৷

ABOUT THE AUTHOR

...view details