কলকাতা, 6 জানুয়ারি:শীতের দাপট না-থাকলেও রাজ্য ছেয়েছে ঘন কুয়াশায় ৷ কুয়াশায় চাদরে ঢাকা পড়েছে কলকাতা বিমানবন্দর ৷ দৃশ্যমান্যতা কম থাকায় সোমবার কলকাতা বিমানবন্দর থেকে প্রায় 60টির মতো ফ্লাইটের উড়ানের সময় নির্ধারিত সময়ের থেকে পিছিয়ে দেওয়া হয়েছে ৷ জানা গিয়েছে, দৃশ্যমান্যতা 50 মিটারের নীচে নেমে যাওয়ায় বিমান পরিষেবা ব্যাহত হয়েছে ৷
নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের (এনএসসিবিআইএ) কর্তা প্রভাত রঞ্জন বেউরিয়ার মতে, সকাল 7টা 10 মিনিট থেকে 9টা পর্যন্ত কোনও বিমান চলাচল হয়নি ৷ প্রায় 30টি ফ্লাইটের আসা এবং 30টির যাওয়া স্থগিত হয়েছে ৷ এছাড়াও, 5টি বিমান কলকাতায় নামার পরিবর্তে অন্য বিমানবন্দরের উদ্দেশে ঘুরিয়ে দেওয়া হয়েছে। বিমানবন্দরে টার্মিনালে আটকে পড়া যাত্রীদের সুবিধার্থে সমস্ত ব্যবস্থা করা হয়েছে ৷ তিনি বলেন, "সকাল 9টার পর দৃশ্যমানতার অবস্থার উন্নতি হয় এবং আজকরে বিমানবন্দরে আসার প্রথম ফ্লাইটটি ছিল দুবাই থেকে কলকাতার এমিরেটস ফ্লাইট (EK 570)। সেটি 9টা 04 মিনিটে অবতরণ করে।"