কলকাতা, 17 নভেম্বর: বাগরি মার্কেটের ফুটপাথে আর রাতে ডালা রাখা যাবে না । ‘টক তো মেয়র’ অনুষ্ঠানে দোকানদারদের করা অভিযোগের ভিত্তিতে সিদ্ধান্তের কথা জানালেন মেয়র ফিরহাদ হাকিম । রাতে ব্যবসা শেষ করে ডালা সরিয়ে নিয়ে যেতে হবে।
কলকাতায় হকার-রাজে কিছুতেই লাগাম লাগাতে পারছে না পুলিশ-প্রশাসন। বাগরি মার্কেট তার মধ্যে অন্যতম। বিধ্বংসী আগ্নিকাণ্ডের ঘটনায় অভিযোগের তির ছিল ফুটপাথ জুড়ে থাকা এই সব হকারদের ডালার দিকেই । এবার ডালা থাকার জেরে কার্যত আবর্জনার স্তূপ জমছে বাগরি মার্কেটে। এই নিয়ে অভিযোগ এল ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে । অভিযোগ পেয়ে ব্যবস্থা নিতে নির্দেশ জঞ্জাল সাফাই বিভাগকে। রাতে ডালা রাখা যাবে না-বলে নির্দেশ মেয়রের।
এদিন ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে বাগরি মার্কেটের এক দোকানদার অভিযোগ করেন, তাঁদের দোকানের সামনে ফুটপাথ জুড়ে থাকে হকারদের ডালা । এর জেরে কর্পোরেশনের সাফাই কর্মীরা কাজ করতে পারেন না। ফলে আবর্জনা স্তূপ জমে যাচ্ছে । ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয় ফিরহাদ হাকিমের কাছে ।