পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাগরি মার্কেটে 'ডালা-রাজের' বিরুদ্ধে ব্যবস্থা নিলেন ফিরহাদ - KMC MAYOR FIRHAD HAKIM

হকার-রাজে কিছুতেই লাগাম লাগাতে পারছে না পুলিশ-প্রশাসন । এবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে অভিযোগ পেয়েই ব্যবস্থা নিলেন ফিরহাদ হাকিম ৷

Firhad Hakim
ফিরহাদ হাকিম (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2024, 2:58 PM IST

কলকাতা, 17 নভেম্বর: বাগরি মার্কেটের ফুটপাথে আর রাতে ডালা রাখা যাবে না । ‘টক তো মেয়র’ অনুষ্ঠানে দোকানদারদের করা অভিযোগের ভিত্তিতে সিদ্ধান্তের কথা জানালেন মেয়র ফিরহাদ হাকিম । রাতে ব্যবসা শেষ করে ডালা সরিয়ে নিয়ে যেতে হবে।

কলকাতায় হকার-রাজে কিছুতেই লাগাম লাগাতে পারছে না পুলিশ-প্রশাসন। বাগরি মার্কেট তার মধ্যে অন্যতম। বিধ্বংসী আগ্নিকাণ্ডের ঘটনায় অভিযোগের তির ছিল ফুটপাথ জুড়ে থাকা এই সব হকারদের ডালার দিকেই । এবার ডালা থাকার জেরে কার্যত আবর্জনার স্তূপ জমছে বাগরি মার্কেটে। এই নিয়ে অভিযোগ এল ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে । অভিযোগ পেয়ে ব্যবস্থা নিতে নির্দেশ জঞ্জাল সাফাই বিভাগকে। রাতে ডালা রাখা যাবে না-বলে নির্দেশ মেয়রের।

এদিন ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে বাগরি মার্কেটের এক দোকানদার অভিযোগ করেন, তাঁদের দোকানের সামনে ফুটপাথ জুড়ে থাকে হকারদের ডালা । এর জেরে কর্পোরেশনের সাফাই কর্মীরা কাজ করতে পারেন না। ফলে আবর্জনা স্তূপ জমে যাচ্ছে । ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয় ফিরহাদ হাকিমের কাছে ।

এই অভিযোগ শুনেই মেয়র ফিরহাদ জঞ্জাল সাফাই বিভাগের আধিকারিককে নির্দেশ দেন, পুলিশের সঙ্গে বৈঠক করুন। বাগরি মার্কেট যারা হকারি করে ডালা লাগান, তাঁদের কোটি কোটি টাকা লেনদেন। মানবিকতার খাতিরে ব্যবসা নিয়ে কিছু বলছি না ৷ কিন্তু ডালা রেখে দেওয়া যাবে না। রাত 8টা হোক বা 10টা, ব্যবসা শেষ করে ডালা সরিয়ে দিতে হবে। ভোরবেলা জঞ্জাল সাফাই কর্মীরা যাবেন প্রতিদিন পরিষ্কার করতে।

তিনি বলেন, ‘‘এই ডালা লাগানোর জেরেই বেশ কয়েকবছর আগে আগুন লেগেছিল । ফের ডালা লাগাচ্ছে । এটা করা যাবে না ।’’ পুলিশকে নিয়ে গিয়ে সেখানকার হকারদের জানাতে হবে বলে আধিকারিকদের নির্দেশ দেন। তাঁঁর কথায়, এই ডালা অনেকেই কোটি কোটি টাকায় ভাড়া দেন । নিজেরা ব্যবসা করেন না । অনেক টাকার লেনদেন হয় ।

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details