পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলকাতার হাসপাতালে বাংলাদেশি রোগীর চিকিৎসা বন্ধ, জানেনই না ফিরহাদ

কলকাতার হাসপাতালে বাংলাদেশ থেকে আসা রোগীর চিকিৎসা বন্ধ নিয়ে কিছু জানেন না মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম ৷

Firhad Hakim on Bangladesh Issue
বাংলাদেশ ইস্যুতে মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2024, 8:49 PM IST

কলকাতা, 30 নভেম্বর: বাংলাদেশে লাগাতার হিন্দুদের উপর আক্রমণের ঘটনায় সুর ছড়াচ্ছে বিজেপি ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের পণ্য বয়কট থেকে তাদের বিভিন্ন পরিষেবা দেওয়া বন্ধ করার ডাক দিয়েছেন ৷ এদিকে কলকাতায় একটি বেসরকারি হাসপাতাল সিদ্ধান্ত নিয়েছে কোনও বাংলাদেশি রোগীর চিকিৎসা করবে না ৷ এমনকী মরণাপন্ন রোগী হলেও নয় ৷ এই সিদ্ধান্ত মানবিকতা বিরোধী, মানবিকতার পরিপন্থী, বললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷

বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার আক্রমণ, ধরপাকড়ের ঘটনায় এই দেশে বিশেষত বাংলাতেও তার প্রভাব পড়েছে ৷ বিজেপি নেতা শুভেন্দু থেকে দিলীপ ঘোষ ইতিমধ্যে সরব হয়েছেন ৷ এবার আরও একধাপ এগিয়ে কলকাতার বিজেপি নেতার একটি হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসা না-করার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ ইস্যুতে মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম (ইটিভি ভারত)

এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, "বাংলাদেশের নাগরিকদের চিকিৎসা বন্ধ করে দেওয়া হয়েছে এরকম কোনও খবর আমার কাছে নেই ৷ যদি তারা অথরাইজড ভাবে আসেন ৷ কেন্দ্রীয় সরকার ভিসা দেন, তাহলে এসে চিকিৎসা করাতে পারবেন ৷ এমন কোনও সমস্যা হচ্ছে বলে আমার জানা নেই ৷" তিনি আরও বলেন, "বাংলাদেশি নাগরিকদের পরিষেবা দেওয়া কোনও হাসপাতাল ব্যক্তিগতভাবে বন্ধ করতে পারে ৷ বাংলাদেশের ঘটনা নিয়ে আমাদের প্রবল আপত্তি আছে ৷ কিন্তু বাংলাদেশের কোনও মানুষ অসুস্থ হলে তাকে আমরা সুস্থ করব না ? চিকিৎসকের ধর্ম তাঁকে সুস্থ করা ৷ যদি চিকিৎসা না হয়, এটা আমাদের মানবিকতা বিরোধী ৷"

এছাড়াও বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুতে ফিরহাদ কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন ৷ তিনি বলেন, "উনি তাহলে ব্যর্থ ! অনুপ্রবেশ কেন্দ্রীয় সরকারের দায়িত্ব ৷ বিএসএফের দায়িত্ব ৷ 50 কিলোমিটারের মধ্যে আমরা কিছু দেখি না ৷ কেন্দ্রের দায়িত্ব ৷"

কলকাতায় তথা এরাজ্যে রোহিঙ্গাদের শেল্টার দিচ্ছে তৃণমূল এই অভিযোগের জবাব দিয়ে ফিরহাদ বলেন, "এখানে রোহিঙ্গা বলে কিছু নেই ৷ বাংলাদেশে রোহিঙ্গা আছে ৷ তবে তারাও অত্যাচারিত বলেই শুনেছি ৷ একটা পুরো জাতিকে টেরোরিস্ট বলে দেবেন এটা ঠিক নয় ৷ আমাদের এখানে রোহিঙ্গা বলে কিছু নেই ৷"

বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করা নিয়ে ফিরহাদ বলেন, "বাংলাদেশের যেভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেটায় আমরা উদ্বেগের সঙ্গে রয়েছি ৷ ওপারে যা হচ্ছে, তাতে আমাদের উদ্বেগ বাড়ছে ৷ এটা ঠিক হচ্ছে না ৷"

ABOUT THE AUTHOR

...view details