পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'বাংলার রায় হবে মমতাময়', চরম আত্মবিশ্বাসের সুর ফিরহাদ হাকিমের গলায় - Lok Sabha Election Results 2024

Lok Sabha Election Results 2024: বাংলার রায়ে প্রত্যয়ী ফিরহাদ হাকিম ৷ আত্মবিশ্বাসের সুরে তিনি জানিয়ে দিলেন, 'ফল হবে মমতাময়' ! ফিরহাদ তদারকী করলেন ভবানীপুর কেন্দ্রের কাউন্টিং সেন্টারে ৷

Firhad Hakim
আত্মবিশ্বাসের সুর ফিরহাদ হাকিমের গলায় (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 4, 2024, 8:51 AM IST

কলকাতা, 4 জুন:ভোট গণনা শুরু হতেই আত্মবিশ্বাসের সুর শোনা গেল রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের গলায় ৷ তিনি স্পষ্টতই জানিয়ে দেন, বাংলার রায় হবে কার্যত ঘাস-ফুল শিবিরের পক্ষেই ৷

আত্মবিশ্বাসের সুর ফিরহাদ হাকিমের গলায় (নিজস্ব ভিডিয়ো)

ঘাস-ফুল নিজের ক্ষমতা ধরে রাখবে নাকি পদ্মফুলের প্রভাব বাড়বে রাজ্যে ? এই প্রশ্নের উত্তর স্পষ্ট হতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে ৷ দেশজুড়ে মঙ্গলবার লোকসভা ভোটের ফল গণনা। অন্য রাজ্যের মতো এই রাজ্যেও আজ 42 আসনের ফল গণনা হবে। সার্বিকভাবেই যে সমস্ত গণনা কেন্দ্রগুলি আছে তার সামনে সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রী থেকে শুরু করে কর্মী-সমর্থকদের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। কলকাতা দক্ষিণে তৃণমূল প্রার্থী মালা রায় ফের জয়ী হবেন, নাকি সেই আসনে নতুন কেউ আসবেন, তা আর কয়েক ঘন্টা পরেই স্পষ্ট হতে শুরু করবে। তবে গুরুত্বপূর্ণ হল, দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্র যেখানে বিধায়ক খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তাঁর বিধানসভা কেন্দ্রের যে কাউন্টিং সেন্টার সেটি লর্ড সিনা রোডের সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। সেখানেই সকালে তদারকি করতে দেখা গেল খোদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে।

গণনা কেন্দ্রের বাইরে তিনি দাঁড়িয়ে থেকে একে একে দলীয় কাউন্টিং এজেন্টদের গণনা কেন্দ্রের দিকে প্রবেশ করাতেও দেখা গেল ৷ তার আগে তিনি সমস্ত কিছু দেখে নেন তাদের কাগজপত্র সমস্ত ঠিকঠাক আছে কিনা এবং তাদের ঠান্ডা মাথায় গোটা প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করতেও নির্দেশ দেন ৷ টানা দুই মাসের ওপরে যে লড়াই তার আজ ফলাফল। সেই ফলাফলে বাংলার রায় কী হবে, জনগণ কার পক্ষে থাকবে, এই প্রশ্নের উত্তরে প্রত্যয়ী সুর শোনা গেল ফিরাদ হাকিমের গলায় ৷ তাঁর স্পষ্ট উত্তর, "বাংলা রায় হবে মমতাময় ! আটটা থেকে গণনা শুরু হলেই সেই প্রবণতা লক্ষ্য করতে পারবেন সকলে ৷ মমতাদি নিজেই প্রায় মাস দুয়েক সময়কাল গোটা রাজ্য ঘুরে বেরিয়েছেন। আমার বিশ্বাস মানুষ এবারেও তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়ী করবে। আমরা আবার প্রমাণ করে দেবো রাজ্যের তৃণমূল ছাড়া আর কিছু নেই।"

উল্লেখ্য, দক্ষিণ কলকাতার এই ভবানীপুর কেন্দ্র থেকেই গত লোকসভা ভোটে পদ্মফুল এগিয়েছিল ঘাসফুলকে পিছনে রেখে তবে পরবর্তী সময়ে উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়ে জিতে এসেছিলেন এখানে। এবার এই লোকসভায় এই ভবানীপুর ৷

ABOUT THE AUTHOR

...view details