পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উল্টোডাঙায় প্লাইউড কারখানায় আগুন, যানজটে নাকাল যাত্রীরা - Fire in Plywood factory

Fire in ultadanga: সাতসকালেই ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ উল্টোডাঙার ইস্ট-ক্যানেল সার্কুলার রোডের একটি কারখানায় ভোর 5টা নাগাদ আগুন লাগে। জানা গিয়েছে, ওই কারথানায় প্লাইউড তৈরি হত ৷

Fire in ultadanga
প্লাইউড কারখানায় আগুন (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 6, 2024, 9:20 AM IST

Updated : Aug 6, 2024, 11:19 AM IST

কলকাতা, 6 অগস্ট:অগ্নিকাণ্ডে ভষ্মীভূত কারখানা ৷ মঙ্গলবার ভোর 5টা নাগাদ উল্টোডাঙার ইস্ট-ক্যানেল সার্কুলার রোডের একটি কারখানায় আগুন লাগে ৷ জানা গিয়েছে, কারখানাটিতে প্লাইউড তৈরি হত ৷ ফলে শুকনো কাঠ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ৷ দমকলের 8টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ৷

জ্বলছে প্লাইউড কারখানায় (ইটিভি ভারত)

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমকল দেরিতে আসার কারণেই আগুন ছড়িয়ে পড়েছে। প্লাইউড কারখানার পাশেই একটি গেঞ্জির কারখানা রয়েছে ৷ সেটিতেও যাতে আগুন ছড়িয়ে না পড়ে, যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল 8টি ইঞ্জিন ৷ প্রায় দু‘ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ৷ এদিকে ব্যস্তদিনে আগুন লাগার ঘটনায় ব্যপক যানজট হয় উল্টোডাঙা এলাকায় ৷

পুলিশ সূত্রে খবর, বিপদ এড়াতে আশেপাশের বাড়িগুলি ফাঁকা করা হয়েছে ৷ বড়সড় বিপদ না-ঘটে তার জন্য তড়িঘড়ি এবং বাড়িগুলি থেকে গ্যাস সিলিন্ডার বার করে নেওয়া হয়েছে। পাশের কারখানা গেটের তালা ভেঙে সেখানে ঢুকে থেকে জল দেওয়ার চেষ্টা করছে দমকল। অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর মেলেনি। ভোরবেলা আগুন কীভাবে লাগলো, তা জনতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ সেই সময়েই কারখনার মধ্যে কোনও কর্মী উপস্থিত ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷

কারখানার মালিক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে দমকলকর্মী ও পুলিশের অনুমান প্লাইউড তৈরির বিভিন্ন দাহ্যপদার্থ মজুত ছিল ৷ সেগুলি কোনওভাবে আগুনের সংস্পর্শে আসায় এই অগ্নিকাণ্ড ৷

Last Updated : Aug 6, 2024, 11:19 AM IST

ABOUT THE AUTHOR

...view details