পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রবি-সন্ধ্যায় কলকাতা মেডিক্যাল কলেজে আগুন-আতঙ্ক

রবিবার সন্ধ্যায় হঠাৎ আগুনের ফুলকি দেখা যায় কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ৷ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয় হাসপাতালের তরফে ৷

Fire Incident at Calcutta Medical College Hospital
কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আগুন (প্রতীকী ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2024, 10:49 PM IST

কলকাতা, 24 নভেম্বর:ফের আগুন-আতঙ্ক হাসপাতালে ৷ রবিবার সন্ধ্যায় কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আগুন লাগে ৷ জরুরি বিভাগের বিপরীতে থাকা কার্ডিওলজি বিভাগে আগুন লাগে বলে খবর ৷ ফুলকি দেখতে পেয়েই হাসপাতালের অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় ৷ খানিকক্ষণ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷

এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ তবে আতঙ্ক ছড়িয়েছে পুরো হাসপাতাল চত্বরে ৷ কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের বিপরীতে রয়েছে এমসিএইচ বিল্ডিং ৷ সেখানকার দোতলায় কার্ডিওলজি বিভাগের ফিমেল ওয়ার্ডের টয়লেটের পাশে হঠাৎ আগুনের ফুলকি দেখতে পাওয়া যায় বলে জানা গিয়েছে ৷

হাসপাতালে উপাধ্যক্ষ অঞ্জন অধিকারী বলেন, "আচমকাই সেখানে আগুনের ফুলকি দেখা যায় ৷ কিন্তু আমাদের অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে তা নেভানো হয়েছে ৷ কারও হতাহতের খবর পাওয়া যায়নি ৷ কেন আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে ৷"

এই প্রথম নয়, কয়েক মাস আগেও কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এই বিল্ডিংয়ে আগুন লেগেছিল ৷ সেখানে তখন লিফটের একটি কাজ চলছিল ৷ পাশে বেশ কিছু জায়গায় আবর্জনা জমে ছিল বলে খবর ৷ আচমকাই সেখানে আগুন লেগেছিল ৷ তবে সেবারও হাসপাতালের অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ৷ হাসপাতাল কর্তৃপক্ষের অনুমান, হাসপাতাল চত্বরের আগুন জ্বালানো বন্ধ থাকলেও বহু মানুষই লুকিয়ে ধূমপান করেন ৷ সেই থেকে আগুন লাগতে পারে ৷

চলতি বছরেরই অক্টোবর মাসে শিয়ালদার ইএসআই হাসপাতালের দ্বিতলে মেল সার্জিক্যাল বিভাগে আগুন লাগে ভোর 5টা নাগাদ ৷ আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 10টি ইঞ্জিন ৷ ক্যানসার আক্রান্ত এক রোগীর ওই ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছিল বলে দাবি করেছিল পরিবার ৷ এবার ফের ফিরল আগুন-আতঙ্ক।

ABOUT THE AUTHOR

...view details