পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফেরত গেল কেন্দ্রের 31 কোটি টাকা ! প্রশ্নের মুখে তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভা - BHATPARA MUNICIPALITY

পঞ্চদশ অর্থ কমিশনের দেওয়া বিপুল পরিমাণ টাকা ফেরত যাওয়ার অভিযোগ ৷ নেপথ্যে কী তৃণমূল পরিচালিত পুরসভার খারাপ পারফরম্যান্স, কী বলছে শাসক-বিরোধী ?

Bhatpara Municipality
ভাটপাড়া পুরসভায় অর্থ কমিশনের বরাদ্দ টাকা ফেরত যাওয়ার অভিযোগ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Feb 5, 2025, 10:51 AM IST

ব‍্যারাকপুর, 5 ফেব্রুয়ারি:খারাপ পারফরম্যান্সের জেরে কোপ অনুদানে ! ফেরত গেল পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ 31 কোটি টাকা ৷ প্রশ্নের মুখে তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভার ভূমিকা । কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রকের বরাদ্দকৃত এই টাকা ফেরত চলে যাওয়ায় থমকে যেতে পারে পুর এলাকার উন্নয়ন-সহ নাগরিক পরিষেবা । এমনটাই আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল ।

সূত্রের খবর, 2021-22 আর্থিক বর্ষে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ টাকার হিসেব ঠিক মতো দিতে না পারার কারণেই 2022-23 আর্থিক বর্ষে বরাদ্দকৃত এই বিপুল টাকা আটকে দেওয়া হয়েছে । তাছাড়া কেন্দ্রীয় সরকারের বরাদ্দ টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেটও সঠিক সময়ে জমা দিতে পারেনি ভাটপাড়া পুরসভা । তার জেরেই পঞ্চদশ অর্থ কমিশনের টাকা ফেরত চলে গিয়েছে বলে খবর সূত্রের । যদিও তা মানতে চায়নি পুর কর্তৃপক্ষ ।

অর্থ কমিশনের টাকা ফেরত যাওয়ায় শাসক-বিরোধী বক্তব্য (ইটিভি ভারত)

ভাটপাড়া পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা দীর্ঘদিন ধরেই ঠিক মতো পেনশন পাচ্ছেন না বলে অভিযোগ । এছাড়াও নাগরিক পরিষেবা নিয়ে পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে দিনদিন ক্ষোভ বাড়ছে একাংশের । তারই মধ্যে এই বিপুল পরিমাণ টাকা ফেরত যাওয়ার বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে পুর এলাকায় !

এই নিয়ে গত শুক্রবার পুরসভার বোর্ড মিটিংয়ে দায়িত্বপ্রাপ্ত এক আধিকারিক বিষয়টি তুলে ধরলে ক্ষোভে ফেটে পড়েন একাধিক পুর পারিষদ । তাঁদের কেউ কেউ আবার বিবাদেও জড়িয়ে পড়েন । যদিও প্রকাশ্যে তা স্বীকার করতে চাননি কেউই । উল্টে, বৈঠকে বিবাদ হওয়ার মূলে অন্য ইস্যু খাড়া করেন পুর পারিষদদের একাংশ, এমনটাই খবর সূত্রের ।

জানা গিয়েছে, বহুতলের সমাপ্তি শংসাপত্র (সিসি) দেওয়া নিয়েই সেদিন বোর্ড মিটিংয়ে বিবাদ বাধে পুর পারিষদ-দের একাংশের মধ্যে । নিয়ম বলছে, প্ল্যান কমিটির বৈঠকে সিদ্ধান্ত করেই বিল্ডিংয়ের সিসি দেওয়ার কথা পুরসভার । অথচ প্ল্যান কমিটিকে এড়িয়ে অনৈতিকভাবে বিল্ডিংয়ের সিসি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে । যার চরম বিরোধিতা করে সেদিন বোর্ড মিটিং ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন পূর্ত বিভাগের পুর পারিষদ অরুণ ব্রহ্ম । পরে সিসি না দেওয়ার শর্তে বাকিরা বৈঠকে যোগ দিলেও পুর পারিষদ অরুণ ব্রহ্ম আর মিটিংয়ে ফিরে আসেননি ।

এদিকে, টেন্ডার ছাড়াই পুর এলাকার দুটি মিলের জমিতে প্রায় দেড় কোটি টাকার ব্যয়ে ফেন্সিং করার অভিযোগও উঠেছে । কীভাবে টেন্ডার ছাড়া এত বড় অনিয়ম হল, এই অভিযোগ তুলে বোর্ড মিটিংয়ে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়ে যায় কাউন্সিলরদের একাংশের মধ্যে । তাতে ঘৃতাহুতি হয় পঞ্চদশ অর্থ কমিশনের টাকা ফেরত চলে যাওয়ার প্রসঙ্গ উঠতেই । এই নিয়ে পুরসভার চেয়ারম্যানের তরফে কোনও সদুত্তর না মেলায় বৈঠকেই কার্যত ক্ষোভে ফেটে পড়েন প্রায় সকলে ।

এই বিষয়ে পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন,"এরকম একটি খবর কানে এসেছে । তবে বিশদে জানা নেই । যদি সত্যিই এমনটা ঘটে থাকে তাহলে প্রয়োজনীয় নথি জমা দিয়ে আবারও আবেদন করা হবে । যতদূর জানি এখনও পর্যন্ত পঞ্চদশ অর্থ কমিশনের কোনও টাকা বরাদ্দ করা হয়নি । অন‍্য পুরসভা টাকা পেয়ে গিয়েছে, আমরা পাইনি এমনটা নয় । যদি কোথাও খামতি থেকে থাকে, সেটা গুরুত্ব দিয়ে দেখা হবে ।"

যদিও এই নিয়ে শাসকদলকে নিশানা করতে ছাড়েননি প্রাক্তন সাংসদ অর্জুন সিং । তাঁর কথায়,"পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচের একটা নিয়ম আছে । সেই অনুযায়ী টাকা অন্য ফান্ডে ট্রান্সফার করা যায় না । অথচ, পুরসভা সেখান থেকে পেনশনের টাকা দিচ্ছে । অন‍্য খাতে ব‍্যয় করছে । টাকা ফেরত চলে যাওয়ায় ভাটপাড়া পুর এলাকার উন্নয়ন থমকে যাবে । টাকার হিসেব দিতে না পারার কারণেই সপ্তাহখানেক আগে এই টাকা ফেরত চলে গিয়েছে । এর জন্য পুরোপুরি দায়ী পুরসভার চেয়ারম্যান ।"

ABOUT THE AUTHOR

...view details