পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নাগাড়ে বৃষ্টিতে ভাঙল কংসাবতীর বাঁধ, সবজি চাষে ক্ষতির শঙ্কা বাঁকুড়ায় - CYCLONE DANA EFFECT

ঘূর্ণিঝড় দানার জেরে একটানা বৃষ্টিতে বাঁধ ভাঙল কংসাবতীর ৷ বাঁকুড়ার একাধিক জায়গায় জলের তলায় চাষের জমি ৷ সিঁদুরে মেঘ দেখছেন সবজি চাষিরা ৷

Bankura News
দানার প্রভাবে কোতুলপুরে বাঁধ ভেঙে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 25, 2024, 6:28 PM IST

কোতুলপুর (বাঁকুড়া), 25 অক্টোবর:দানার ফলে টানা দু'দিনের বৃষ্টিপাতে জেরবার এলাকা। এবার কংসাবতীর সেচ চ্যানেলে বাঁধ ভেঙে নতুন বিপদ কোতুলপুরে। টানা বৃষ্টিতে কোতুলপুর ব্রাঞ্চ সেচ ক্যানেলে বেড়েছে জলের পরিমাণ। তার জেরেই কোতুলপুর হরিহট্টপুর মৌজা সংলগ্ন এলাকায় ক্যানেলের পাড় ভেঙে প্লাবিত হল এলাকা। বিঘার পর বিঘা চাষের জমি চলে গেল জলের তলায়। চরম সমস্যায় কৃষকরা ।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই এই ক্যানেলে কোওনরকম সংস্কার করা হয়নি ৷ সেচ বিভাগের রক্ষণাবেক্ষণেরও অভাব রয়েছে । তার জেরেই ক্যানেলের পাড় ভেঙে বিপত্তি । যদিও সেচ বিভাগের দাবি, তেমনভাবে ক্ষয়ক্ষতি হয়নি কৃষকদের । বাঁধ মেরামতের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে ।

বাঁকুড়ায় ঘূর্ণিঝড় দানার প্রভাব (ইটিভি ভারত)

অন্যদিকে, দানার আতঙ্কে কপালে চিন্তার ভাঁজ সবজি চাষিদের কপালে ৷ ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হওয়ায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বর্ষণ চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ৷ এভাবে ঝড় বৃষ্টি হতে থাকলে চরম সমস্যার সম্মুখীন হবেন সোনামুখী, পাত্রসায়ের, কোতুলপুর ও বিষ্ণুপুরের সবজি চাষিরা। ঘূর্ণিঝড়ের ফলে বৃহস্পতিবার থেকেই দফায় দফায় বৃষ্টিপাত শুরু হয় বিষ্ণুপুর মহকুমার বিভিন্ন প্রান্তে ৷ রাত থেকে শুরু হয় একটানা বৃষ্টি । আর এতেই সিঁদুরে মেঘ দেখছেন চাষিরা ।

সোনামুখী, পাত্রসায়ের, কোতুলপুর-সহ বিষ্ণুপুরের অধিকাংশ কৃষকই সবজি চাষের উপর নির্ভরশীল । তাঁদের প্রধান জীবিকা এই সবজি চাষ । এভাবে ক্রমাগত বৃষ্টি হলে সবজির ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। এই মুহূর্তে জমিতে ফুলকপি, বাঁধাকপি, পটল ও বেগুন-সহ বিভিন্ন ধরনের সবজি রয়েছে । রয়েছে পাকা ধানও । মহাজনের কাছে ঋণ নিয়ে করা চাষ এভাবে জলের তলায় চলে গেলে কী হবে তা নিয়েই চিন্তায় বাঁকুড়ার চাষিরা ৷

ABOUT THE AUTHOR

...view details