পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাত জাগছে মানুষ! বিচার চেয়ে হয়রান ধর্ষণের চেষ্টায় নিগৃহীত প্রৌঢ়া - Attempt to Rape

Sexual Assault Incident: শহর-শহরতলি জুড়ে রাত দখল করছে আমজনতা মানুষ ৷ তখন যৌন নিগৃহীতা প্রৌঢ় বিচারের দাবিতে হাসপাতালে হাসপাতালে ঘুরে বেড়ালেন ৷ এমনকী পুলিশের বিরুদ্ধে অভিযোগ রুজু না করা, সহযোগিতা না করার অভিযোগ তুলল পরিবার ৷

Sexual Assault
প্রৌঢ় নির্যাতিতাকে ধর্ষণের চেষ্টা (প্রতীকী ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2024, 4:08 PM IST

Updated : Sep 5, 2024, 4:18 PM IST

বারুইপুর, 5 সেপ্টেম্বর: আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে রাত দখল চলছে কলকাতা-সহ জেলায় জেলায় ৷ সেই সময় আরেক নির্যাতিতা বিচারের দাবিতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরে হয়রান হলেন ৷ তাঁকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ ৷ এদিকে থানা প্রথমে সেই অভিযোগ নিতেই চায়নি ৷

কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষ মোমবাতি হাতে, 'বিচার চাই' বা 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান দিয়ে বিচার চাইছে ৷ তখন দক্ষিণ 24 পরগনার বারুইপুরে এক প্রৌঢ় নির্যাতিতাকে নিয়ে হাসপাতালে ঘুরছেন তাঁর পরিবার ৷ পাশে দাঁড়ায়নি থানা, অভিযোগ পরিবারের ৷

নির্যাতিতার আত্মীয়রা বলেন, "আমার জেঠিমা কিয়স্ক ব্যাঙ্ক থেকে টাকা নিয়ে ফিরছিলেন ৷ ওই ব্যাঙ্কটি রাত 8 টা পর্যন্ত খোলা ছিল ৷ রাস্তায় কিছুটা জায়গা অন্ধকার ছিল ৷ সেখানে কয়েকজন দুষ্কৃতী বসে আড্ডা মারছিল ৷ তারা জেঠিমার পিছনে পিছনে আসতে থাকে ৷ তখন জেঠিমা বলেন, তোরা আসছিস কেন ? এরপরই ওই দুষ্কৃতীরা পিছন দিক থেকে জেঠিমার উপর চড়াও হয় ৷ তাঁকে ধর্ষণের চেষ্টা করে ৷"

অভিযোগ, বছর পঞ্চাশের ওই মহিলাকে মঙ্গলবার রাতে এলাকারই এক বছর ত্রিশের যুবক শারীরিক নিগ্রহ করে ৷ বুধবার সন্ধ্যায় অসুস্থ বোধ করায় স্থানীয় গ্রামীণ হাসপাতালে মহিলাকে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে শারীরিক পরীক্ষার নামে দীর্ঘক্ষণ অপেক্ষায় রাখা হয় নির্যাতিতা প্রৌঢ়কে ৷ পরে তাঁকে মহকুমা হাসপাতালে পাঠানো হয় ৷ রাত বারোটার পর সেখানে পৌঁছন মহিলা ৷

এদিকে খবর পেয়ে এলাকার লোকজন থানায় জড়ো হন ৷ অভিযোগ, এফআইআর করতে গড়িমসি করে পুলিশ ৷ উলটে বকুলতলা থানার ওসির সঙ্গে বসে আলোচনা করছিলেন অভিযুক্ত, অভিযুক্তের বাবা এবং এক পঞ্চায়েত প্রধান ৷ এই প্রসঙ্গে নির্যাতিতার ছেলে বলেন, "থানা প্রথমে কোনও অভিযোগ নিতে চাইছিল না ৷ অভিযুক্ত, অভিযুক্তের বাবা, গড়দোয়ানির পঞ্চায়েত প্রধান এবং স্থানীয় কয়েকজন থানার ভিতরে বসে ওসির সঙ্গে কথা বলছিল ৷ আমাদের কোনও কথাই শুনছিল না ৷"

নির্যাতিতার দুই আত্মীয় বলেন, "থানা প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করে ৷ শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার দায়িত্ব থানার ৷ এ ব্যাপারে থানা কোনও সহযোগিতা করেনি ৷ আমরা পাড়া থেকে সবাই দলবদ্ধ ভাবে থানায় গেলাম, তখন শারীরিক পরীক্ষার জন্য পাঠাল ৷ এদিকে পরীক্ষার জন্য পাঠালেও সঙ্গে কোনও পুলিশ দেয়নি ৷ এদিকে ডাক্তার হাসপাতাল থেকে ফোন করছেন ৷ তিন-চার বার ফোন করার পর এবং ছেলেরা জড়ো হওয়ার পর তখন বাধ্য হয়ে পুলিশ হাসপাতালে এসেছে ৷"

Last Updated : Sep 5, 2024, 4:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details