ব্যারাকপুর, 17 অগস্ট:মেয়ের রহস্যমৃত্যু নিয়ে শনিবার চাঞ্চল্যকর অভিযোগ করলেন আরজি করে নিহত চিকিৎসকের বাবা-মা ৷ এদিন দুপুরে সোদপুরে বাড়ির সামনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেয়ের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের ভূমিকা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন তাঁরা ৷
এদিন নিহত চিকিৎসকের বাবা বলেন,"মেয়েকে হাসপাতালের অন্য কোনও ঘরে খুন করে দেহ সেমিনার হলে ফেলে রেখে যাওয়া হয়নি, তা কে বলতে পারে ? মেয়েকে অন্য কোথাও খুন করা হয়ে থাকতে পারে । সে কারণেই হয়তো তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হচ্ছিল । মেয়ের মৃত্যুর পিছনে হাসপাতালের গোটা চেস্ট ডিপার্টমেন্টকেই দায়ী করছি আমরা । কারণ, তাঁদের গাফিলতি ছাড়া এই ঘটনা ঘটতে পারে না । হাসপাতালের ভিতরের কেউ জড়িত রয়েছে । এর পিছনে বড় কোনও চক্রের হাত রয়েছে ৷"
মৃতের মায়ের কথায়, "প্রথম থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ কোনও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি । মেয়ের মৃত্যুর জন্য এতটুকু সহানুভূতি দেখায়নি তাঁরা ৷ উলটে, ঘটনার দিন আরজি করের অধ্যক্ষ বলেন, দেখা করতে হলে আমার ঘরে আসতে হবে । মেয়ের মৃত্যু হয়েছে তাও 8 থেকে 9 দিন হয়ে গেল । এর মধ্যে হাসপাতালের কেউই আমাদের সঙ্গে একবারও যোগাযোগ করেনি । কথা পর্যন্ত বলেনি । আমার বাড়িতে ফরেন্সিকের অনেক ডাক্তার এসেছেন ৷ আমিও যেটুকু মেয়েকে দেখেছি তাতে আমারও মনে হয়েছে এই ঘটনা একজনের পক্ষে ঘটানো সম্ভব নয় ৷ তিন থেকে সাড়ে তিন ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে মেয়ের দেহ দেখার জন্য । তার আগে বারবার পুলিশকে অনুরোধ করেছি, পায়ে ধরেছি ৷ বলেছিলাম যে অবস্থায় মেয়ের মৃতদেহ পড়ে রয়েছে সেই অবস্থায় একবার মেয়ের মুখ দেখেই চলে আসব । স্পর্শ পর্যন্ত করব না । তা সত্ত্বেও মেয়ের দেহ দেখতে দেওয়া হয়নি । তদন্ত চলছে বলে, সেখানে যাওয়া যাবে না বলে জানায় পুলিশ ৷"