আসানসোল, 22 জুলাই:দিল্লি থেকে এ রাজ্যের পাণ্ডবেশ্বরে বহুল পরিমাণে ভুয়ো লটারির টিকিট পাচার করা হচ্ছিল । আসানসোল দক্ষিণ থানার পুলিশ গোপন সূত্রে সেই খবর পেয়ে নাকা তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করল সেই ভুয়ো লটারির টিকিটগুলি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। পাচারকারী দু'জনকে গ্রেফতার করা হয়েছে ৷ এই ঘটনার সঙ্গে জড়িত পুরো চক্রের খোঁজ চালাচ্ছে পুলিশ। ধৃত দু'জনকে সোমবার আসানসোল আদালতে তোলা হবে ।
জানা গিয়েছে, রবিবার বিকেলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ খবর পায়, আসানসোল স্টেশনে কোনও ট্রেনে ভুয়ো লটারির বস্তা নামিয়ে তারপর পাচার করা হবে । সেই মতো আসানসোল দক্ষিণ থানার কালীপাহাড়ি মোড়ের কাছে নাকা তল্লাশি শুরু করে পুলিশ । গভীর রাতের দিকে সন্দেহজনকভাবে একটি অটোকে দাঁড় করানো হয় । অটোর চালক এবং অটোতে সওয়ার আরেক যাত্রীকে জিজ্ঞাসাবাদ করতে তাঁরা সঠিক উত্তর দিতে পারেন না ৷ তখন অটোতে তল্লাশি চালায় পুলিশ । এরপরেই সেই অটো থেকে মেলে প্রায় নয়টি বস্তা। এই বস্তাগুলি খুলতেই পুলিশের চক্ষু ছানাবড়া হয়ে যায় । আধিকারিকরা দেখেন, বস্তা ভর্তি প্রচুর পরিমাণে 'ডিয়ার' লটারির টিকিট । এই লটারির টিকিটগুলো ভুয়ো বলে পুলিশ সূত্রে খবর ।