কলকাতা, 9 জুলাই: অস্ত্রোপচারের পরও চোখের দৃষ্টি ফিরে না পাওয়ায় কাঠগড়ায় গার্ডেনরিচের চোখের হাসপাতাল ৷ প্রায় 20 জন এই ঘটনায় ভুক্তভোগী ৷ নতুন করে কলকাতা মেডিক্যাল কলেজের আরআইও বিভাগে তাঁদের চিকিৎসা হলেও কাটল না বিপত্তি ৷ এখনও তাঁরা পুরোপুরি দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ ৷ হাসপাতালের তরফে জানানো হয়েছে, আংশিকভাবে দৃষ্টিশক্তি ফিরে পাবেন তাঁরা ৷ এদিকে মঙ্গলবার পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, এখনও চোখে দেখতে পাচ্ছেন না রোগীরা ৷
মেটিয়াবুরুজের বাসিন্দা আব্দুল রহিমের দাদা আব্দুল রহমান ভর্তি হয়েছিলেন গার্ডেনরিচের চোখের হাসপাতালে ৷ তাঁর বাম চোখে দৃষ্টিশক্তি সম্পূর্ণভাবে চলে যায় ৷ তারপর তাঁকে নিয়ে আসা হয়েছিল কলকাতা মেডিক্যাল কলেজের আরআইও বিভাগে ৷ যদিও সেখানে চোখের কোনওরকম উন্নতি হয়নি বলে অভিযোগ রোগীর ভাই আব্দুল রহিমের।
তিনি বলেন, "অস্ত্রোপচারের পর দাদাকে ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। আমাদের বলা হচ্ছে যা করার তাঁরা করে দিয়েছেন, আর কিছু করার নেই। কিন্তু আমার দাদা এখনও চোখে দেখতে পাচ্ছেন না ৷ আমরা গরিব মানুষ ৷ আমাদের পক্ষে বেসরকারি হাসপাতালে যাওয়া সম্ভব নয় ৷ ফলে সরকার বেসরকারি হাসপাতালের চিকিৎসার খরচ বহন করুক ৷ নয়তো এই হাসপাতালেই স্পেশালভাবে আমাদের রোগীর চিকিৎসা করা হোক ৷ যদি না পারে আইনের পথে হাঁটতে হবে ৷"