কলকাতা, 22 ফেব্রুয়ারি: এবার কেন্দ্রীয় সরকার অধীনস্ত বিশ্ববিদ্যালয়গুলির প্রবেশিকা পরীক্ষাও ওএমআর শিটে হবে। এতদিন খাতায়-কলমে লিখে কেন্দ্রীয় সরকার অধীনস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে পরীক্ষা দিতে হত ছাত্রছাত্রীদের। এবার সেই নিয়ম গেল বদলে। সিইউইটি (ইউজি) অথবা কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টে পরীক্ষার আয়োজন করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। এই পরীক্ষা নেওয়ার জন্য সময় লাগত দুই বা তিন দিন। সেই সময় কমাতেই নতুন ভাবনা ইউজিসির।
শুধু সময় নয়, রয়েছে আরও কিছু বদল। এবার এই পরীক্ষা দিতে পরীক্ষার্থীদের বহুদূর যেতে হবে না। বাড়ির সামনের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার্থীরা। তার জন্য বাড়ানো হয়েছে পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও। ইউজিসির চেয়ারম্যান এম জগদীশ কুমার বলেন, "ওএমআর শিটে পরীক্ষা করানোর ভাবনা চলছে। এতে প্রচুর সংখ্যায় স্কুলে পরীক্ষাকেন্দ্র করা যাবে। পড়ুয়াদের বাড়ির কাছেই পরীক্ষাকেন্দ্র পড়বে। এই ধরনের নিয়মে সবাই সমান সুযোগ পাবে। গ্রাম থেকেও যারা পরীক্ষা দিতে আসবে তাদেরও সমান সুযোগ থাকবে।"
শুধু পরীক্ষা নেওয়া নয়, পাশাপশি ওএমআর শিট পরীক্ষা হওয়ায় নম্বর নিয়েও অসুবিধা হওয়ার কথা নয়। গত দুই বছরে নম্বর দেওয়া নিয়ে পরীক্ষার্থীদের অভিযোগের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউজিসির এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বহু বিশ্ববিদ্যালয়। এক অধ্যাপক জানান, এই সিদ্ধান্ত পড়ুয়াদের স্বার্থে। বাড়ির সামনে পরীক্ষা দিতে পারবেন। ফলাফলের ক্ষেত্রেও সমস্যা হবে না ৷ সময়ও কম লাগে ৷ এদিকে নিয়োগ দুর্নীতির খবর সামনে আসার পর থেকে লাগাতার সামনে এসেছে ওএমআর শিটে কারচুপির খবর। সে কারণেই আবার একাংশের শিক্ষাবিদ এই নয়া সিদ্ধান্ত নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন।
ঠিক করে ওএমআর শিটের মূল্যায়ণ হবে কি না, গোটা প্রক্রিয়ায় সুষ্ঠভাবে হবে কি না, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করছে অনেকেই ৷ ওএমআর শিটে উত্তর দেওয়ার একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে। তা মেনে চলতে হয়। ভুলভাবে পয়েন্ট আউট করলে, বা দাগ দিলে মেলে না নম্বর। তাই এই নয়া প্রক্রিয়ার সঙ্গে ছাত্ররা দ্রুত কতটা অভ্যস্ত হতে পারবে তা নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ। যদিও শিক্ষাবিদদের একাংশ মনে করছেন দিনের শেষে সর্বভারতীয় স্তরের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এই সিদ্ধান্তে উপকৃত হবেন পড়ুয়ারা।
আরও পড়ুন:
- 'সেট' পরীক্ষার দিন ঘোষণা কলেজ সার্ভিস কমিশনের, পরীক্ষার্থী 80 হাজার
- প্রাথমিকের টেট মামলায় ওএমআর শিট প্রস্তুতকারী সংস্থার কর্তাকে গ্রেফতার করল সিবিআই
- ভাইরাল 'ভুল' ওএমআর সিট, শিক্ষিকার চাকরি নিয়ে উঠছে প্রশ্ন