পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চূড়ান্ত রিপোর্ট না-আসা পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় সবাই দোষী: ডিআরএম - Kanchanjungha Express Accident - KANCHANJUNGHA EXPRESS ACCIDENT

Kanchanjungha Express Accident: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় 16 জনের বয়ান রেকর্ড করলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ ৷ এই দুর্ঘটনার সঙ্গে জড়িত সকলকেই এই মুহূর্তে দোষীর তালিকায় রাখছে রেলের শীর্ষ আধিকারিকরা ৷ একমাত্র চূড়ান্ত রিপোর্ট এলেই প্রকৃত দোষী কারা, তা জানা যাবে বলে জানিয়েছেন কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার ৷

ETV BHARAT
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার রিপোর্ট আসতে লাগবে আরও সময় ৷ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 21, 2024, 2:56 PM IST

শিলিগুড়ি, 21 জুন: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর তদন্তের তৃতীয় দিনে 16 জনের বয়ান রেকর্ড করা হল ৷ দুর্ঘটনার সময় কর্মরত রেল কর্মীদের তলব করেন কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ ৷ তিনিই এদিন রেলের বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের জিজ্ঞাসাবাদ করেন ৷ যেখানে কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমারও উপস্থিত ছিলেন ৷ তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত দুর্ঘটনার সময় উপস্থিত সকল রেলকর্মীকে অভিযুক্তের তালিকায় রাখা হচ্ছে ৷ তবে, কে বা কারা প্রকৃত দোষী, তা চূড়ান্ত রিপোর্টের পরেই জানা যাবে ৷

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার রিপোর্ট আসতে লাগবে আরও সময় ৷ (ইটিভি ভারত)

সুরেন্দ্র কুমার জানিয়েছেন, "এখনও পর্যন্ত মোট 16 জনের বয়ান রেকর্ড করেছেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি ৷ আরও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা বাকি রয়েছে ৷ ফলে তদন্তের চূড়ান্ত রিপোর্ট তৈরি হতে, এখনও বেশ কিছুটা সময় লাগবে ৷ আগামী দু’দিন একইভাবে তদন্ত চলবে ৷" উল্লেখ্য, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় ঘাতক মালগাড়ির সহকারী চালক মনু কুমারকে জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিলেন রেলের আধিকারিকরা ৷ তবে, হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার কথা শুনে ফিরে আসেন তাঁরা ৷

তবে, আজ তদন্তকারীদের কাছে মনু কুমার তাঁর বয়ান দিয়েছেন ৷ দুর্ঘটনার আগের মুহূর্তে ঠিক কী হয়েছিল ? তা রেলের আধিকারিকদের জানিয়েছেন মনু ৷ সূত্রের খবর, সামনে ট্রেন দাঁড়িয়ে থাকতে দেখে, লোকো পাইলট অনিল কুমার এবং মনু এমার্জেন্সি ব্রেক কষেছিলেন ৷ কিন্তু, তাতেও শেষরক্ষা হয়নি ৷ তবে, 70 কিলোমিটার গতিবেগে কেন যাচ্ছিল মালগাড়ি ? তার কী জবাব মনু দিয়েছেন ? তা জানা যায়নি ৷

উল্লেখ্য, অভিযোগ ওঠে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পরপরই রেলের এক উচ্চপদস্থ আধিকারিক সরাসরি, মালগাড়ির চালক এবং সহকারী চালক দোষী বলে মন্তব্য করেন ৷ যার পরেই বিতর্ক তৈরি হয় ৷ প্রশ্ন ওঠে, বিনা তদন্তে কীভাবে একজন মৃত মানুষকে দোষী বলে দিতে পারেন একজন রেল আধিকারিক ? তাও আবার দুর্ঘটনার কয়েকঘণ্টার মধ্যে ৷ এর পরেই একের পর এক তথ্য সামনে আসতে থাকে ৷ যেখানে রাঙাপানির স্টেশন মাস্টার-সহ একাধিক রেল কর্মীর বিরুদ্ধে গাফিলতির তথ্য পাওয়া যায় ৷

উল্লেখ্য, গত 17 জুন ফাঁসিদেওয়ায় রাঙাপানি ও নিজবাড়ি স্টেশনের মাঝে সিগন্যালিং সমস্যায় দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে দ্রুত গতিতে এসে ধাক্কা মারে মালগাড়ি ৷ যে ঘটনায় মালগাড়ির চালক অনিল কুমার-সহ 11 জনের মৃত্যু হয় ৷ যে ঘটনায় রেলওয়ে সেফটি কমিশনার জনক কুমার গর্গ নিজে তদন্ত শুরু করেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details