কলকাতা, 23 জুন:দক্ষিণ কলকাতার ফুসফুস তথা রবীন্দ্র সরোবরের ঐতিহ্য রক্ষায় এবার রাজভবনের দ্বারস্থ পরিবেশ প্রেমীদের একাংশ । রাজ্যপাল সিভি আনন্দ বোসের সচিবালয়ে মেইল পাঠিয়ে রাজ্যপালের কাছে সময় চাওয়া হয়েছে বলে খবর । সেই মেইলে রবীন্দ্র সরোবরের বর্তমান অবস্থার বিষয়ে উদ্বেগও প্রকাশ করেছে পরিবেশপ্রেমীরা । প্রশাসনিক মদতেই সবুজের ধ্বংস যজ্ঞ চলছে বলেও অভিযোগ করা হয়েছে বলে খবর। মেইলের প্রেক্ষিতে অভিযোগ খতিয়ে দেখা হবে এবং প্রয়োজন অনুযায়ী রাজ্যপালের সাক্ষাতের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে রাজভবন সচিবালয় ৷
মূলত, পরিবেশকর্মী তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্য়ায় রাজ্যপালের কাছে সাক্ষাতের সময় চেয়েছেন। তাঁর অভিযোগ, ‘‘রবীন্দ্র সরোবরের দুঃখজনক অবস্থা । এটি কলকাতার ফুসফুস এবং জাতীয় সম্পত্তি । প্রশাসন ও কর্তৃপক্ষের একাংশ ক্লাবের নামে জমি হস্তান্তর করা হচ্ছে । যা সম্পূর্ণভাবে বেআইনি । গাছ কেটে-জমি ধ্বংস করা হচ্ছে । যার ফলে পরিবেশ ও পাখিদের ব্যাপক ক্ষতি হচ্ছে । এর বিরুদ্ধে প্রাতঃভ্রমণকারীরা ও পরিবেশবিদদের একাংশ প্রতিবাদে নেমেছিল । বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগানো হয়েছিল । যা ইতিমধ্যে উপড়ে ফেলা হয়েছে। এই ধরনের অশুভ পরিকল্পনা বন্ধ করা দরকার ।’’